ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সজীব কুমার বসু

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৮:০৫, ২২ জানুয়ারি ২০১৯

বিসিএস কর্নার

প্রাবন্ধিক বি.এ (সম্মান) ১ম শ্রেণি এম. এ ১ম শ্রেণি এম. ফিল গবেষক, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় (১১) International Roaming শব্দটি যার সাথে সম্পৃক্ত- (ক) মোবাইল (খ) ব্যাংক (গ) ভ্রমন (ঘ) ব্যবসা (১২) কম্পিউটারকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে নিচের কোনটি প্রয়োজন ? (ক) পেনড্রাইভ (খ) ডিভিডি (গ) মাউস (ঘ) মডেম (১৩) সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটাকে বলা হয় - (ক) পিসি (খ) সার্ভর (গ) ওয়ার্কস্টেশন (ঘ) হোস্ট (১৪) বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত - (ক) যুক্তরাষ্ট্রে (খ) যুক্তরাজ্যে (গ) জাপানে (ঘ) কানাডায় (১৫ পামটপ কি ? (ক) ছোট কুকুর (খ) পর্বতারোহন সামগ্রী (গ) বাদ্যযন্ত্র (ঘ) ছোট কম্পিউটার (১৬) কোন সামন্তধারার ৪র্থ পদের মান ১৫। ধারাটির সাধারণ অন্তর ২ হলে প্রথম পদ কত ? (ক) ৭ (খ) ৮ (গ) ৯ (ঘ) ১১ (১৭) একটি পঞ্চভূজের সমষ্টি - (ক) ৪ সমকোন (খ) ৬ সমকোন (গ) ৮ সমকোন (ঘ) ১০ সমকোন (১৮) কোন শ্রেণির ৩০জন ছাত্রের ২০জন ফুটবল ও ১৫জন ক্রিকেট খেলা পছন্দ করে। প্রত্যেকে অন্তত একটি খেলা পছন্দ করলে, কতজন উভয় খেলাই পছন্দ করে ? (ক) ৬ (খ) ৮ (গ) ৫ (ঘ) ৭ (১৯) সরল সুদের হার শতকরা কত হলে ৮ বছর সুদে আসলের তিনগুন হবে ? (ক) ১২.৫০% (খ) ২০% (গ) ২৫% (ঘ) ১৫% (২০) অনুপাত কী ? (ক) একটি পূর্ণসংখ্যা (খ) একটি মোলিক সংখ্যা (গ) একটি ভগ্নাংশ (ঘ) একটি জোড়সংখ্যা
×