ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে কম্বল বিতরণ ও বিনামুল্য চিকিৎসা সেবা

প্রকাশিত: ২১:২৫, ২২ জানুয়ারি ২০১৯

খাগড়াছড়িতে কম্বল বিতরণ ও বিনামুল্য চিকিৎসা সেবা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি জেলা সদরের চেলাছড়া পাড়ায় নব নির্মিত শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দির এর শুভ উদ্বোধন করা হয়েছে । আজ মঙ্গলবার সকালে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ধর্মানুরাগী ও দানবীর অদুল কান্তি চৌধুরী ও তার সহধর্মীনি অদুল অনিতা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অনিতা চৌধুরী । অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যদা সম্পন্ন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃিত বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী ও বাংলাদেশ বেতার এর চট্টগ্রাম কেন্দ্রের সাবেক মূখ্য প্রযোজক প্রভাংশু ত্রিপুরা । নব নির্মিত শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দির এর উদ্বোধন উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দু’দিন ব্যাপী শ্রী গীতা পাঠ, গীতাযজ্ঞ সহ ধর্মীয় কৃত্তনের আযোজন করা হয় । এ ছাড়া অসহায় ও দরিদ্রদের মাঝে প্রায় ১,৫০০ টি কম্বল বিতরণ ও বিনামুল্য চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
×