ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ২৩:৩১, ২২ জানুয়ারি ২০১৯

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে ৪ দিন পর আবার এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জেনারুল (১৮)। তিনি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালডাঙ্গী গ্রামের আব্দুল তোয়াফের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোর রাতে (আনুমানিক ভোর ৪ টা) জেনারুলসহ কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৪/১ এস নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতীয় ভূখন্ডে প্রবেশ করে ও কাটাতারের বেড়া অতিক্রম করে। এসময় ভারতের পূর্ব দিনাজপুর জেলার মালদ্বখন্ড ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জেনারুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয়। বিজিবি’র ৪২ ব্যাটালিয়নের কারিগাঁও কোম্পানি কমান্ডার এনামুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেন। আইনী প্রক্রিয়া শেষে লাশ বিজিবি’র কাছে হস্তান্তর করা হবে বলে বিএসএফ বিজিবি’কে জানিয়েছে বলেও তিনি জানান।
×