ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক অগ্রযাত্রার গল্প বিশ্বকে শোনাল এফবিসিসিআই

প্রকাশিত: ০৩:০৫, ২২ জানুয়ারি ২০১৯

অর্থনৈতিক অগ্রযাত্রার গল্প বিশ্বকে শোনাল এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ দ্রুত অর্থনৈতিক অগ্রযাত্রায় দেশের বেসরকারি খাতের ভূমিকা ও ধারাবাহিক জাতীয় প্রবৃদ্ধি অর্জনের গল্প আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ভারতের গুজরাটে অনুষ্ঠিত ‘ভাইব্রেন্ট গ্লোবাল সামিট ২০১৯’-এ সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম এই গল্প শোনান। সম্প্রতি অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে পাঁচটি দেশের প্রধানমন্ত্রী ও ১৫টি দেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও আফ্রিকার ২০টি দেশের চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। অংশগ্রহণকারী দেশগুলোর সরকার ও বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ আরও কার্যকর ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয় সম্মেলনে। শেখ ফজলে ফাহিম সম্মেলনের তৃতীয় দিনে ‘বাংলাদেশের আর্থ-রাজনৈতিক উন্নয়ন ২০০৯-২০১৮ এবং এফবিসিসিআইয়ের ভিশন ২০৪১’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে বাংলাদেশের ধারাবাহিক ৭ দশমিক ৬৮ শতাংশ জাতীয় প্রবৃদ্ধি অর্জন এবং প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে দেশের তাৎপর্যপূর্ণ রূপান্তরের বিষয়টি উল্লেখ করেন তিনি। এ ছাড়া তিনি দেশে সুষ্ঠু বিনিয়োগ পরিবেশ সৃষ্টির লক্ষে চলমান মেগা প্রকল্পগুলোর বর্ণনা দেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি সম্মেলনে জানান, অর্থনৈতিক নীতি পরিকল্পনা ও কাঠামো তৈরির লক্ষে এফবিসিসিআই ইকোনমিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে, যা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে নীতিগত সহায়তা করবে।
×