ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইএসও সনদ পেলো ৮ প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৩:০৬, ২২ জানুয়ারি ২০১৯

আইএসও সনদ পেলো ৮ প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় ৮ প্রতিষ্ঠানকে আইএসও (ইন্টারন্যাশনাল স্টান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন) সনদ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদ তুলে দেন বিএসটিআই’র মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। এই ৮ প্রতিষ্ঠানের মধ্যে ৭টিকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর আইএসও ৯০০১:২০১৫ সনদ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো সিমিক্স কেমিক্যালস লিমিটেড, রতনপুর স্টিল রিরোলিং মিলস লিমিটেড (আরএসআরএম), মেসার্স ডেভেলপমেন্ট টেকনিক্যাল কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড, মেসার্স সুজন মেটাল ইন্ডাস্ট্রিজ, কেমিটো ইন্টারন্যাশনাল লিমিটেড, হার্বস ওয়ার্ল্ড লিমিটেড এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড। এছাড়া ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর মেসার্স প্রাইম পুষ্টি লিমিটেডকে আইএসও ২২০০০:২০০৫ সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিমেক্স কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় বৈরাগী, ডেভেলপমেন্ট টেকনিক্যাল কনসালটেন্টস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এম আমির হোসেন এবং আরএসআরএম-এর জেনারেল ম্যানেজার মোহাম্মাদ রাশেদ ইকবাল।
×