ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃষি ঋণ বিতরণ কমেছে ৫ শতাংশ

প্রকাশিত: ০৩:০৬, ২২ জানুয়ারি ২০১৯

কৃষি ঋণ বিতরণ কমেছে ৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির পরও আগের অর্থবছরের একই সময়ে তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয়মাসে কৃষি ঋণ বিতরণ কমেছে ৫ শতাংশ। এসময় ব্যাংকগুলো বিতরণ করেছে ১০ হাজার ২শ ৩১ কোটি টাকা। যা আগের অর্থবছরের একই সময়ে বিতরণের চেয়ে ৫২৫ কোটি টাকা কম। ব্যাংকগুলোর আগামি ছয়মাসের কৃষি ঋণ বিতরণের পরিকল্পনা নিয়ে আয়োজিত বৈঠকে এসব তথ্য উপস্থাপন করা হয়েছে। . মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কান্তি বৈরাগি। বৈঠকে ঋণ বিতরণকারী দেশি-বিদেশি ৩৮ টি ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক থেকে কৃষি ঋণ বিতরণ সন্তোষজনক না হওয়ার কারণ জানতে চাওয়া হয়। এসময় ব্যাংকগুলোর কৃষি ঋণের সামগ্রিক পরিস্থিতি ও তথ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কৃষি ঋণ বিতরণ কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি বেসরকারি, দেশি-বিদেশি ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব পরামর্শ দিয়েছেন কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কান্তি বৈরাগি।
×