ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভালুকায় ফ্যাক্টরী কর্তৃক জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ০৩:২৭, ২২ জানুয়ারি ২০১৯

ভালুকায় ফ্যাক্টরী কর্তৃক জমি দখলের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকার ভরাডোবা গ্রামে মুলতাজিম স্পিনিং মিল কর্তৃক খাল ও ফসলী জমি ভরাট সহ কয়েক কৃষকের জমি জবর দখলের অভিযোগ করেছেন এলাকাবাসী। ২২ জানুয়ারী মঙ্গলবার সরেজমিন ওই গ্রামে গেলে মৃত হাবিব উল্লাহ মুন্সীর ছেলে ক্বারী জয়নাল আবেদীন জানান তার ৫০ শতাংশ জমি মুলতাজিম মিল কর্তৃপক্ষ জবর দখল করে রেখেছে, প্রতিবাদ করায় মিল কর্তৃপক্ষ মামলার ভয় দেখাচ্ছে। মুলতাজিম মিল কর্তৃপক্ষ ভরাডোবা গ্রামের নিরিহ মানুষদের ভয়ভীতি প্রদর্শন করে কৗশলে অল্প দামে জমি নিয়ে নেয় । তিনি অভিযোগ করেন মিলের লোকজন কয়েকদিন যাবৎ তার পৈত্রিক জমির উপর মাটি ফেলে জবর দখলের চেষ্টা চালাচ্ছে। তাদের জমির উপর ২০ ফিট প্রস্থের চলাচলের একটি সরকারী হালট মিল কর্তৃপক্ষ জবর দখল করে তাতে স্থাপনা নির্মাণ করেছে, হাপানিয়ার খালের উপর স্থাপনা নির্মাণ করে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। এছাড়াও কয়েক বছর পূর্বে মিল সংলগ্ন ছায়েম উদ্দীনের ছেলে আফতাব উদ্দীনকে জমি সংক্রান্ত বিরোধে মামল দিয়ে জেল খাটিয়েছেন। একই কারনে দ্রুত বিচার আইনে আহাম্মদ নামে এক ব্যাক্তিকে জেলে দিয়ে তার বাড়ীঘর দখলে নিয়েছে। মজিদ নামে এক ব্যাক্তির জমি সীমানা প্রাচীরের ভিতরে ফেলে জবর দখল করেছে। মৃত স্বামার ছেলে তুতু মিয়া জানায় মিলের ভিতরে তাদের চার ভাইয়ের দেড় একর জমি অবিকৃত অবস্থায় রয়েছে যার কোন মূল্য মিল কর্তৃপক্ষ পরিশোধ করছেনা। এব্যাপারে ভরাডোবা ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলম তরফদার জানান অভিযোগকারীদের বক্তব্য সত্য। তিনি জানান মুলতাজিম মিলের অভ্যন্তরে ৬/৭ টি গভীর নলকূপ বসানোর কারনে আশপাশের বাড়ীঘরের নলকূপ গুলিতে পানির স্বল্পতা দেখা দেয়ায় জন দুর্ভোগ লেগেই আছে। এছার মিলের দূষিত বর্জ পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করছে। এ ব্যাপারে মুলতাজিম মিলের এডমিন ম্যানেজার রবিউল আলম জানান তারা কারো জমি জবর দখল করেন নাই, জমি জবর দখলের ঘটনাটি মিথ্যা ।
×