ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিগগিরি তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ : মোস্তফা জব্বার

প্রকাশিত: ০৩:৪২, ২২ জানুয়ারি ২০১৯

শিগগিরি তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ  : মোস্তফা জব্বার

অনলাইন রিপোর্টার ॥ নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিগগিরই তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ, জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এছাড়া বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণেও কাজ চলছে। বিকেলে, রাজধানীর বাংলাদেশ টেলি রেগুলেটরি কমিশন-বিটিআরসি ভবনে এনওসি অটোমেশন এন্ড আইএমইআই ডেটাবেজের উদ্বোধন শেষে এসব বলেন মন্ত্রী। এসময় তিনি বলেন, নতুন এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহক তার হ্যান্ডসেট বৈধভাবে আমদানিকৃত কিনা তা যাচাই করতে পারবেন। ফলে সরকারের যেমন রাজস্ব বৃদ্ধি পাবে তেমনি নিন্মমানের হ্যান্ডসেট অবৈধভাবে আমদানি বন্ধ হবে। একইসথে বিভিন্ন ডিজিটাল অপরাধ ও হারানো বা অপরাধকরা মোবাইল ট্রাকিংয়ের ক্ষেত্রে আইনশৃঙ্খলাবাহিনীর কাজে আসবে বলেও জানান মন্ত্রী।
×