ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুনামগঞ্জে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় পৌনে চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

প্রকাশিত: ০৪:১৯, ২২ জানুয়ারি ২০১৯

সুনামগঞ্জে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় পৌনে চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় পৌনে চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার সকল ১০ টায় ২৮ বিজিবি ব্যাটালিয়ন সুনামগঞ্জ সদর দপ্তরে গত ০৯ অক্টোবর ২০১৬ হতে ২০ জানুয়ারী ২০১৯ পর্যন্ত বিজিবির’র বিভিন্ন অভিযানে আটককৃত ৩ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ৫৪৩ টাকা মুল্যের ভিন্ন ভিন্ন জাতের দেশীয়, বিদেশী মদ, গাজা, ইয়াবাসহ মাদকদ্রব্যজাতীয় সামগ্রী ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন জাতের বিদেশী মদ ২০ হাজার ৮৯৩ বোতল, দেশী মদ ৬৪৯ বোতল, বাংলা মদ সাড়ে ৫ লিটার, গাজা ১১ কেজি, ইয়রা ২ হাজার ১৩৯ পিস এবং ভারতীয় বিড়ি ২৪ লাখ ৬৪ হাজার ৭৯০ পিস। প্রধান অতিথির বক্তব্যে বিজিবি সিলেট বিভাগের সেক্টর কমান্ডার কর্ণেল মো. শহিদুল ইসলাম পিএসসি বলেন, আমরা এই দেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিনত করতে চ্যালেঞ্জ মোকাবেলায় বদ্ধ পরিকর। বিজিবি’র পাশাপাশি আমরা সকলে প্রতিজ্ঞা করতে চাই দেশকে মাদক মুক্ত করতে যা যা প্রয়োজন তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মদকের বিরুদ্ধে কোন বিশেষ অভিযান নয় সারা বছরের প্রতিটি দিন প্রতিটি মুহুর্ত বিজিবি’র সদস্যরা অভিযান পরিচালনায় আছে এবং থাকবে। দেশর উন্নয়ন অগ্রযাত্রা যেন কোন ভাবে বাধাগ্রস্থ না হয সেজন্য বিজিবিসহ সকল বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। এই দেশটা আমাদের সবার। এ দেশ থেকে মাদক নির্মুল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমাজিকভাবেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্ধেশ্যে বক্তারা বলেন, এবার আর ‘মাদককে না’ নয় মাদককে ঘৃণা করতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ। এর আগে ২৮ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মাকসুদুল আলমের সভাপতিত্বে ও ২৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর জালাল উদ্দিন জাযগিরদার’র সঞ্চালনায় এক মতবিনিয়ম সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি সিলেট বিভাগের সেক্টর কমান্ডার কর্ণেল মো. শহিদুল ইসলাম পিএসসি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাজেদুল হাসান। সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ আহমদ, রিপোর্টাস্ ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামকন্ঠের সম্পাদক প্রকাশক বিজন সেন রায়, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, হিমাদ্রী শেখর সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা। মতবিনিময় সভা শেষে উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার সুধিজনদের শপথবাক্য পাঠ করান পুলিশ সুপার (আলফা-২) মিজানুর রহমান। পরে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংকৃতিক অনুষ্ঠানে মাদক বিরোধী গান ও নাটক পরিবেশিত হয়।
×