ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একাডেমিক কাউন্সিলে মিটিং

বঙ্গবন্ধু মেডিক্যালে অস্থিরতা ॥ চিকিৎসকরা বিভক্ত কয়েক গ্রুপে

প্রকাশিত: ০৫:৫৮, ২৩ জানুয়ারি ২০১৯

বঙ্গবন্ধু মেডিক্যালে অস্থিরতা ॥ চিকিৎসকরা বিভক্ত কয়েক গ্রুপে

স্টাফ রিপোর্টার ॥ অস্থিরতা বিরাজ করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। ভিন্ন দাবি নিয়ে কয়েক গ্রুপে বিভক্ত হয়ে আন্দোলনে নেমেছে চিকিৎসকরা। উচ্চশিক্ষা নিয়েও দ্বিধা বিভক্ত চিকিৎসকরা। আর নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছে আরেক দল চিকিৎসক। সমস্যাসমূহ সমাধানে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, সাব-স্পেশালিটিগুলোর (এমডি/এমএস) ডিগ্রী দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এফসিপিএস ডিগ্রী অর্জনের পর কেউ এমডি/ এমএস কোর্সে ভর্তি হতে চাইলে, সরাসরি ফেইজ বিতে ভর্তি হতে পারবেন। সাব-স্পেশালিটি কোর্সগুলোতে আগের মতো ফেইজ এতে ভর্তি বহাল থাকবে। বর্তমানে বিএসএমএমইউতে যে রেসিডেন্সি প্রোগ্রাম আছে, তা জেনারেল সাবজেক্ট (ইন্টারনাল মেডিসিন, জেনারেল সার্জারি, অবস এ্যান্ড গাইনি, জেনারেল প্যাডিয়াট্রিক্স) ছাড়া যথা নিয়মে চলমান থাকবে। এছাড়া বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এ্যান্ড সার্জনস (বিসিপিএস) জেনারেল সাবজেক্টগুলোর এফসিপিএস ডিগ্রী দেবে। কোন সাব-স্পেশালিটিতে বিসিপিএস ডিগ্রী দেবে না। কিন্তু এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে এফসিপিএস বা বিসিপিএস প্রদত্ত ফেলোশিপধারী চিকিৎসকরা আন্দোলনে নামেন। তারা উপাচার্যের কার্যালয়ের সামনে আন্দোলন করেন। এসব সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সরে আসার দাবি করা হয়েছে। তা না মানা হলে আরও তীব্র আন্দোলনে যাবে বলে হুমকি দিয়েছেন তারা। এফসিপিএস ও বিশ্ববিদ্যালয় ডিগ্রী যেভাবে চলছে, সেভাবেই চলবে বলে জানিয়েছেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, সিন্ডিকেট সভায় বিষয়টি উঠানো হয়। সেখানে একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সদস্যরা বর্তমানে যেভাবে চিকিৎসা শিক্ষার উচ্চতর ডিগ্রী দিচ্ছেন, সেভাবে রাখার পক্ষে তিনি মত দেন বলে জানান উপাচার্য।
×