ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বনখেকো ওসমান গনির সাজা আপীলেও বহাল

প্রকাশিত: ০৬:০৬, ২৩ জানুয়ারি ২০১৯

বনখেকো ওসমান গনির সাজা আপীলেও বহাল

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনের মামলায় বনখেকো চাকরিচ্যুত প্রধান বন সংরক্ষক ওসমান গনিকে হাইকোর্টের দেয়া ১২ বছরের কারাদ-ের রায় বহাল রেখেছে আপীল বিভাগ। তবলীগ জামায়াতের বিশ্ব এজতেমা নিয়ে রিটের পরবর্তী শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। আদালতের আদেশ বাস্তবায়ন না করায় যমুনা ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল আলমকে তলব করেছে হাইকোর্ট। একইসঙ্গে আগামী ২৯ জানুয়ারি তাকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় বনের রাজা খ্যাত চাকরিচ্যুত প্রধান বন সংরক্ষক ওসমান গনিকে হাইকোর্টের দেয়া ১২ বছরের কারাদ-ের রায় বহাল রেখেছে আপীল বিভাগ। আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বে তিন বিচারপতির আপীল বেঞ্চ এই রায় দেন। এর আগে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর ওসমান গনিকে বিচারিক আদালতের দেয়া ১২ বছরের সাজা বহাল রেখে রায় দেন হাইকোর্ট। এরপর ওই রায়ের বিরুদ্ধে আপীলের অনুমতি চেয়ে আবেদন করেন ওসমান গনি। এ মামলার লিভ টু আপীল শুনানিতে ওসমান গনির পক্ষে আইনজীবী এ এম আমিন উদ্দিন ও দুদকের পক্ষে মোঃ খুরশিদ আলম খান অংশ নেন। পরে আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, আসামি ওসমান গনির করা লিভ টু আপীল খারিজ করে দিয়েছে আপীল বিভাগ। এর ফলে বিশেষ আদালতের দেয়া রায় বহাল রইল আপীল বিভাগেও। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৫ জুন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ওসমান গনিকে দোষী সাব্যস্ত করে ১২ বছর ও তার স্ত্রী মোহসিনারা গনিকে তিন বছরের সশ্রম কারাদ-ের রায় দেন। একই সঙ্গে আদালত ওসমান গনির নামে থাকা এক কোটি ৮০ লাখ ও স্ত্রীর নামে থাকা দুই কোটি ৮০ লাখ টাকা এবং ২৭০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াফত করেন। বিশ্ব এজতেমা নিয়ে রিটের শুনানি ২৭ জানুয়ারি ॥ তবলীগ জামায়াতের বিশ্ব এজতেমা নিয়ে রিটের পরবর্তী শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ধার্য করেন। এদিকে রিটের শুনানিতে আদালত মন্তব্য করেছে, নিজেদের মধ্যে সংঘর্ষের পর বিশ্ব এজতেমা নিয়ে আদালত পর্যন্ত গড়ানোর বিষয়টি লজ্জাজনক। সরকারের পক্ষ থেকে বিবাদমান দু’পক্ষকে নিয়ে বুধবার বৈঠকে বসার বিষয়টি আদালতকে অবহিত করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। এরপর আদালত পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী মোঃ ইউনুস মোল্লা। এ ছাড়া তার আইনজীবী এ্যাডভোকেট শাহ মোঃ নুরুল আমিনও শুনানি করেন। এর আগে সোমবার সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী এ্যাডভোকেট মোঃ ইউনুস মোল্লা। যমুনা ব্যাংকের এমডিকে তলব ॥ আদালতের আদেশ বাস্তবায়ন না করায় যমুনা ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল আলমকে তলব করেছে হাইকোর্ট। একইসঙ্গে আগামী ২৯ জানুয়ারি তাকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি এ বি এম আলতাফ হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী সুব্রত ব্যানার্জী ও এ আর এম কামরুজ্জামান কাকন।
×