ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাট ডাউন গড়াল দ্বিতীয় মাসে

প্রকাশিত: ০৬:৩৩, ২৩ জানুয়ারি ২০১৯

শাট ডাউন গড়াল দ্বিতীয় মাসে

কংগ্রেসের অর্থায়ন-অসম্মতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে আংশিক সরকারী শাট ডাউন মঙ্গলবার দ্বিতীয় মাসে গড়াল। দেশের অর্থনীতি ও মনোবলের ওপর ঐতিহাসিক সঙ্কট দ্রুত অবসানের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। খবর এএফপির। অবৈধ অভিবাসন বন্ধের লক্ষ্যে মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়ে কংগ্রেসে বিরোধী ডেমোক্র্যাট ও হোয়াইট হাউসের মধ্যে সৃষ্ট অচলাবস্থার কারণে ২২ ডিসেম্বর থেকে সরকারের এক-চতুর্থাংশ অচল হয়ে পড়েছে। দেয়াল নির্মাণের জন্য বাজেটে ৫শ’ ৭০ কোটি ডলার ব্যয় অন্তর্ভুক্ত না থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাজেটটির অনুমোদন দিতে অস্বীকৃতি জানান। ডেমোক্র্যাটরা দেয়ালের বিরোধিতা করে বলেছেন, দেয়াল নির্মাণ অবৈধ, ব্যয়বহুল ও অকার্যকর। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার একটি নতুন প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, কঠিন পরিস্থিতি উত্তরণে এ প্রস্তাব সহায়ক হবে। তিনি যে ৫শ’ ৭০ কোটি ডলার চেয়েছেন, বিনিময়ে বহিষ্কারের সম্মুখীন প্রায় ১০ লাখ অভিবাসীকে অস্থায়ীভাবে সুরক্ষণের জন্য প্রস্তাবে বলা হয়েছে। ডেমোক্র্যাটরা ও এমনকি কেউ কেউ অভিবাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে এ প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এতে নতুন করে আলোচনার ভিত্তি তৈরি হতে পারে। শাট ডাউনের কারণে শ্রমিক শক্তির শূন্য দশমিক ৫ শতাংশই সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এতে অর্ধেক সংখ্যক ভোক্তার মনোবল অপ্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক জরিপে একথা বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমান শ্লথ বৈশ্বিক প্রবৃদ্ধির প্রেক্ষাপটের বিরুদ্ধে এ শাট ডাউন বিশ্বের বৃহত্তম অর্থনীতির ওপর চাপও সৃষ্টি করছে। হোমল্যান্ড পরিবহন ও পররাষ্ট্র দফতরসহ সরকারের সবচেয়ে বেশি স্পর্শকাতর অফিসগুলোতে ক্ষতিগ্রস্ত কর্মচারীদের সংখ্যা নিম্নপর্যায়ে পৌঁছেছে। এর প্রভাব অন্যত্রও স্পষ্টভাবে দেখা যায়।
×