ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই কানাডীয়র মুক্তি দাবি শতাধিক কূটনীতিক ও শিক্ষাবিদের

প্রকাশিত: ০৬:৩৫, ২৩ জানুয়ারি ২০১৯

দুই কানাডীয়র মুক্তি দাবি শতাধিক কূটনীতিক ও শিক্ষাবিদের

এক শ’র বেশি সাবেক কূটনীতিক ও শিক্ষাবিদ বেজিংয়ের হাতে আটক দুই কানাডীয় নাগরিককে মুক্তি দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি লেখা এক খোলা চিঠিতে এ আহ্বান জানান। ওই দুই কানাডীয় নাগরিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে চীন। এএফপি। চীনের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মকা-ের অভিযোগ এনে গত ১০ ডিসেম্বর সাবেক কূটনীতিক মাইকেল কভরিগ ও ব্যবসায়ী মাইকেল স্পাভরকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। কারও বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনতে বেজিং প্রায়ই এ ধরনের বাক্য ব্যবহার করে থাকে। যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডায় হুয়াওয়ের ভাইস প্রেসিডেন্ট মেং ওয়ানঝুর আটকের সঙ্গে তাদের আটকের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেংয়ের বিরুদ্ধে ইরান নিষেধাজ্ঞা লংঘনের অভিযোগ আনা হয়েছে। ইংরেজী ও চীনা ভাষায় লেখা চিঠিতে বলা হয়েছে, দুই কানাডীয় নাগরিক চীনকে ভালভাবে বোঝা এবং বিশ্বের সঙ্গে আরও ভাল সম্পর্ক উন্নয়নে কাজ করত। ১৯ দেশের ১৪৩ জনের সই করা দীর্ঘ চিঠিতে আরও বলা হয়, কভরিজ ও স্পাভোর আটক এই বার্তা দেয় যে, এই ধরনের গঠনমূলক কর্মকা- চীনে অনাহূত এবং এমনকি ঝুঁকিপূর্ণ। মেংয়ের আটকের পর বেজিং ও অটোয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছানোর মধ্যেই এই চিঠি প্রকাশ পেল। গত সপ্তাহে চীনের একটি আদালত পুনর্বিচারে এক কানাডীয়কে মাদক পাচারের অভিযোগে মৃত্যুদ-াদেশ দিয়েছে। একই অভিযোগে আগে তার ১৫ বছরের কারাদ- হয়েছিল।
×