ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইসরাইলী হামলা বন্ধে ব্যবস্থা নিন জাতিসংঘকে সিরিয়া

প্রকাশিত: ০৬:৩৬, ২৩ জানুয়ারি ২০১৯

ইসরাইলী হামলা বন্ধে ব্যবস্থা নিন জাতিসংঘকে সিরিয়া

সিরিয়ায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছে দামেস্ক। জাতিসংঘকে লেখা এক চিঠিতে সিরিয়া সরকার দেশটিতে ধারাবাহিক ইসরাইলী হামলা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। ইয়াহু নিউজ। সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইল থেকে ছোড়া ৩০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা ভূপাতিত করার পর জাতিসংঘে এই অভিযোগ জানাল সিরিয়া। সোমবার ভোরে ইহুদীবাদী ইসরাইল ওই হামলা চালায় যাতে সিরিয়ার চার সেনা নিহত ও ছয়জন আহত হন। জাতিসংঘকে লেখা অভিযোগপত্রে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটিতে পরাজিত সন্ত্রাসীদের মধ্যে এখনও যারা কোনমতে টিকে আছে তাদের মনোবল চাঙ্গা করতে এই আগ্রাসন চালাচ্ছে তেলআবিব।
×