ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইইউর নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৬:৩৭, ২৩ জানুয়ারি ২০১৯

ইইউর নিষেধাজ্ঞা

গত বছরের মার্চে যুক্তরাজ্যের সলসবারিতে সাবেক রুশ গোয়েন্দা স্ক্রিপাল ও তার মেয়ের ওপর রাসায়নিক নার্ভ এজেন্ট গ্যাস প্রয়োগের অভিযোগে ইইউ সোমবার নয় রুশ ও সিরিয়ান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর প্রধানও রয়েছেন। ইইউ বলেছে, রুশ, দুই এজেন্ট এবং জিআরইউর প্রধান ও উপ-প্রধান নার্ভ এজেন্ট রাখা, পরিবহন ও ব্যবহারের জন্য দায়ী যা সলসবারিতে ব্যবহৃত হয়।-এএফপি
×