ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গৃহবধূ হত্যায় স্বামীসহ চার আসামির মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:৪১, ২৩ জানুয়ারি ২০১৯

গৃহবধূ হত্যায় স্বামীসহ চার আসামির মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গৃহবধূ সুমি রানী রায় হত্যা মামলায় স্বামীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ রায় দেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন- সুমির স্বামী সুবীর কুমার রায়, ভাসুর ডাঃ সুশীল কুমার রায় ও সুনীল কুমার রায় এবং চাচা শ্বশুর মনোরঞ্জন রায়। আসামিরা মামলার জামিন নিয়ে পালিয়ে ভারতে বসবাস করছেন। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট কায়সার আহম্মেদ লিটন এ তথ্য জানিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালে টাঙ্গাইল জেলা শহরের গোপীনাথ বিশ্বাসের মেয়ে সুমি রায়ের সঙ্গে সিরাজগঞ্জ পৌরসভার মুজিব সড়কে অবস্থিত শীলা জুয়েলার্সের মালিক সুবীর কুমার রায়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় সুমি রানীকে নির্যাতন করে আসছিলেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ২০০১ সালের ১২ জানুয়ারি যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন। পরে বিষয়টি ধামাচাপা দিতে সুমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অপপ্রচার করা হয় এবং এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
×