ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফরোজা আব্বাসের ব্যাংক হিসাব জব্দ

প্রকাশিত: ০৬:৪২, ২৩ জানুয়ারি ২০১৯

আফরোজা আব্বাসের ব্যাংক হিসাব জব্দ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির মহিলা দলের সভানেত্রী ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের ব্যাংক হিসাব ও দুই প্রতিষ্ঠানের এক লাখ ৩৯ হাজার ২শ’ ৫৫টি শেয়ার জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে গত ৭ জানুয়ারি রাজধানীর শাহজাহানপুর থানায় করা মামলার তদন্তের স্বার্থে আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার এসব সম্পত্তি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোঃ সালাহউদ্দিন জানান, আফরোজা আব্বাসের নামে ঢাকা ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাবে সাত লাখ টাকা এবং একই ব্যাংকে বিও হিসাবের ৩৯ হাজার ২৫৫টি শেয়ার ও তার নামে ঢাকা টেলিফোন কোম্পানিতে থাকা এক লাখ শেয়ার জব্দ করা হয়েছে।
×