ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশী কোচের অধীনেই টোকিও অলিম্পিকে অংশ নেবে শূটাররা

প্রকাশিত: ০৭:১০, ২৩ জানুয়ারি ২০১৯

দেশী কোচের অধীনেই টোকিও অলিম্পিকে অংশ নেবে শূটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ দেশী কোচের অধীনে ২০২০ টোকিও অলিম্পিকে অংশ নেবে বাংলাদেশের শূটাররা। টেকনিক পরিবর্তনে তাদের পারফর্মেন্সে প্রভাব পড়ার সম্ভাবনা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। তবে এর পেছনে অর্থের অভাবকেও দায়ী করেছেন ফেডারেশন মহাসচিব। এদিকে অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করার উদ্দেশে চলতি বছর কমপক্ষে পাঁচটি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। টোকিও অলিম্পিককে টার্গেট করে ২০১৬ সালে রাইফেল কোচ ক্লাভস ক্রিস্টেন্সেনকে এনেছিল শূটিং ফেডারেশন। তার সময়ে বেশকিছু সাফল্যও পেয়েছিল বাংলাদেশ। তবে অর্থাভাবে এ কোচকে আর ধরে রাখা যায়নি। এক ভারতীয় এজেন্টের মাধ্যমে নতুন কোচের সন্ধানেও নেমেছিল, তবে শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফেডারেশন। দেশী কোচের অধীনেই টোকিও অলিম্পিকে অংশ নেবে দেশের শূটাররা। অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে সুযোগ পাবার পুরনো রীতি এবার ভাঙ্গতে চায় ফেডারেশন। কোটা প্লেস করার জন্য চলতি বছর ৫টি বিশ্বকাপে অংশ নেবে। ফেব্রুয়ারিতে দিল্লীতে আর বাকি চার বিশ্বকাপ হবে বেইজিং, তাইপে, রিও ডি জেনিরো ও মিউনিখে। জাতীয় দলের শূটাররা নিরলস অনুশীলন করতে পারলেও বাধাগ্রস্ত হচ্ছে পাইপলাইনে থাকা শূটারদের প্রস্তুতি। অর্থাভাবে পর্যাপ্ত গুলি না থাকায় সেশনের ব্যাপ্তি অর্ধেকে নামিয়ে আনতে হয়েছে ফেডারেশনকে।
×