ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইরান ॥ রেজা নাফার

প্রকাশিত: ০৭:২৬, ২৩ জানুয়ারি ২০১৯

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইরান ॥ রেজা নাফার

সংসদ রিপোর্টার ॥ গণতন্ত্রের অগ্রযাত্রা ও জনগণের মৌলিক লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মঙ্গলবার তার সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাত করতে এসে এই আগ্রহের কথা জানান ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার। জবাবে স্পীকার বলেন, সবাইকে নিয়ে উন্নতির শিখরে পৌঁছতে চায় বাংলাদেশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন প্রমাণ করে এ দেশের জনগণের আস্থা ও বিশ্বাসে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বাংলাদেশের অভ‚তপূর্ব উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কৌশলের ভ‚য়সী প্রশংসা করেন। সবাইকে নিয়ে বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছাতে চায় উল্লেখ করে স্পীকার বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক সকল ক্ষেত্রে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্পীকার বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার বয়স্কভাতা, বিধবা ভাতা, ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে সমাজের দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২২ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। সুসাশন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও তথ্য প্রযুক্তি খাত বিশেষ করে সফটওয়্যার উন্নয়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। স্পীকার এ সময় ইরানের স্পীকার আলী লারিজানিকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং আইপিইউতে বাংলাদেশের প্রতিনিধিকে সমর্থনদানের জন্য ধন্যবাদ জানান। এদিকে মঙ্গলবার স্পীকারের সঙ্গে কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দিহাইমি সৌজন্য সাক্ষাত করেন। কাতার-বাংলাদেশ হাতে হাত রেখে এগিয়ে যাবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, কাতার চ্যারেটির মাধ্যমে সুদীর্ঘ সময় থেকে বাংলাদেশকে সহযোগিতা দিয়ে আসছে। তিনি প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বৃহত্তম ভিসা সেন্টার স্থাপনসহ অনেক কার্মকাÐ গ্রহণ করেছে এবং আগামী দিনেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি রোহিঙ্গা ইস্যুসহ যে কোন ইস্যুতে কাতার বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান। এ সময় স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মুসলিম রাষ্ট্র বিশেষ করে কাতারের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। কাতারের প্রবাসী বাংলাদেশীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ সকল অধিকার নিশ্চিত করার জন্য তিনি অনুরোধ জানান। এ সময় তিনি রোহিঙ্গা ইস্যুতে কাতারের সহযোগিতা বিশেষ করে রেড ক্রিসেন্টের সঙ্গে যৌথ সহায়তার প্রশংসা করেন।
×