ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানবিজের দায়িত্ব নিতে প্রস্তুত তুরস্ক

প্রকাশিত: ০৭:৫০, ২৩ জানুয়ারি ২০১৯

মানবিজের দায়িত্ব নিতে প্রস্তুত তুরস্ক

গত সপ্তাহে মানবিজে জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক আত্মঘাতী বোমা হামলায় চার মার্কিন নাগরিকসহ অন্তত ১৯ জন নিহত হয়েছিল। মানবিজ শহরটি যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় কুর্দি বাহিনীগুলোর মিত্র একটি মিলিশিয়া বাহিনীর নিয়ন্ত্রণে আছে। সিরিয়ার মানবিজ শহরের সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিতে তুরস্ক প্রস্তুত বলে এক টেলিফোন কলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রবিবার তাদের মধ্যে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্সি, খবর বার্তা সংস্থা রয়টার্সের। নিজেদের বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্সি আরও বলেছে, দুই নেতা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি সেইফ জোনের বিষয়ে নিজেদের চিফ অব স্টাফদের মধ্যে আলোচনা ত্বরান্বিত করার বিষয়েও একমত হয়েছেন। সূত্র : ইন্টারনেট
×