ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৭:৫৮, ২৩ জানুয়ারি ২০১৯

বিসিএস কর্নার

১.ধান কন্যার লেখক কে? ক) জহির রায়হান খ) আলাউদ্দিন আল আজাদ গ) শহিদুল্লাহ কায়সার ঘ) মুহম্মদ মনসুর উদ্দিন ২.“তখক” শব্দের অর্থ কী? ক) ছুতার খ) কলা গ) তরবারি ঘ) তোষক ৩.“এলেবেলে” বইটি কার? ক) শংকর খ) হুমায়ুন আজাদ গ) তারাশংকর য) যাযাবর ৪.কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন? ক) ১৯২৩ খ) ১৯৩২ গ) ১৯৪৭ ঘ) ১৯৫৪ ৫. বেগম রোকেয়ার একমাত্র উপন্যাস হলো- ক) নেকড়ে অরণ্য খ) শেষ লেখা গ) বাসন ঘ) পদ্মরাগ ৬.বচন ব্যাকরণের কোন অংশে আলোচনা কারা হয়? ক) বাক্য তত্ত্বে খ) অর্থতত্ত্বে গ) শব্দ তত্ত্বে ঘ) ধ্বনি তত্ত্বে ৭.নিত্য মর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান? ক) কষ্ট খ) মানুষ গ) উপনিষত্ ঘ) কৃষক ৮. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? ক) বাক+ দান= বাগদান খ) উত্+ছেদ=উচ্ছেদ গ) পর+পর= পরস্পর ঘ) সম+সার=সংসার ৯. গ্রিক শব্দ কোনটি? ক) তুফান খ) লুঙ্গি গ) কুশন ঘ) দাম ১০) টাকায় কি না হয়- কোন কারকের কোন বিভক্তি? ক) করণে ষষ্ঠী খ) করণে সপ্তমী গ) অধিকরণে সপ্তমী ঘ) অপাদানে শূন্য ১১) কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা করে? ক) যুক্তরাজ্য খ) যুক্তরাষ্ট্র গ) কানাডা ঘ) ভারত ১২.‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিন অনলে পুড়িয়া গেল’-পদটির রচয়িতা কে? ক) জ্ঞান দাস খ) বিদ্যাপতি গ) চণ্ডীদাস ঘ) গোবিন্দদাস ১৩. কোন পত্রিকাটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত? ক) লোকায়ত খ) উত্তরাধিকার গ) নতুন দিগন্ত ঘ) সুন্দরম ১৪) সুনন্দ কার ছদ্ম নাম? ক) নারায়ণ গঙ্গোপাধ্যায় খ) মোজাম্মেল গ) রাজশেখর বসু গ) বিমল ঘোষ ১৫) ‘ছেঁড়া তার’ নাটকটির রচয়িতা কে? ক) মুনীর চৌধুরী খ) তুলসী লাহড়ী গ) বিজন ভট্টাচার্য ঘ) আব্দুল্লাহ আল মামুন ১৬) ‘পশু + অধম’ এর শুদ্ধ সন্ধি কী? ক. পশ্বধম খ. পশ্বধম গ. পশুধম ঘ. পশাধম ১৭) ‘গুরুচ-ালী দোষ’ বলতে বোঝায় ক. কঠিন ও সহজ শব্দের মিশ্রণ খ. সাধু ও চলিত ভাষার মিশ্রণ গ. আঞ্চলিক ভাষার মিশ্রণ ঘ. সাধু ও উপভাষার মিশ্রণ ১৮) যৌগিক শব্দ কোনটি? ক. দৌহিত্র খ. প্রবীণ গ. তৈল ঘ. জলধি ১৯) ‘সমাচার দর্পণ’ পত্রিকা কে প্রথম বের করেন? ক.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ.প্রমথ চৌধুরী গ.মাইকেল মধুসূদন দত্ত ঘ. ক্লার্ক মার্শম্যান সঠিক উত্তর: ১) খ, ২) ক, ৩) খ, ৪) গ, ৫) ঘ, ৬) গ, ৭) খ, ৮) গ, ৯) ঘ, ১০) খ, ১১) গ, ১২) ঘ, ১৩) খ, ১৪) ক, ১৫) খ, ১৬) খ, ১৭) খ, ১৮) ক, ১৯)।
×