ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে আজ

প্রকাশিত: ২১:২১, ২৩ জানুয়ারি ২০১৯

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে আজ

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ প্রিমিয়ার ফুটবল লিগে ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে আজ বুধবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের। বেলা তিনটায় নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। লিগের অন্যতম আকর্ষণীয় এই ম্যাচটি। তাই নীলফামারীতে বইছে যেন অভিষেকের বারুদে উত্তাপ এই ম্যাচ। দুই দলের শক্তির বিচারের এটিই লিগের সবচেয়ে বড় ম্যাচ। আজ সকাল থেকে স্টেডিয়ামে বসানোর কথা রয়েছে ১০টি অস্থায়ী বুথ। টিকিট বিক্রি চলছে ম্যাচ শুরুর আগ পর্যন্ত। সাধারণ গ্যালারি ৩০ টাকা, ভিআইপি ৫০০ টাকা। দুপুর দেড়টায় দর্শক দরজা খুলে দেয়া হয়। এই ম্যাচ উপভোগ করতে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এপি, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও আরো অনেকে। নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক আরিফ হোসেন মুন জানালেন ভেন্যু নিয়ে দারুণ আশাবাদী তিনি। সেই সঙ্গে আশা করছেন জমজমাট এক ম্যাচ দিয়ে এখানে প্রিমিয়ার লিগের অভিষেক হতে যাচ্ছে। এমন ম্যাচে বিশ্বকাপে খেলা তারকা ফুটবলার বড় আকর্ষণ করেছে। ভালো ফুটবলার এলে এমনিতেই মাঠে দর্শক আসে। গত বছর ২১ সেপ্টেম্বর এই মাঠেই খেলে গেছে প্রিমিয়ারে নবাগত বসুন্ধরা কিংস। প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ওই ম্যাচে বসুন্ধরা কিংস ৪-১ গোলে হারিয়েছিল মালদ্বীপের চ্যাম্পিয়ন নিউ রেডিয়েন্টকে। সেদিন মাঠে উপচে পড়া দর্শক দেখেই ক্লাবটি এবারের মৌসুমে নিজেদের হোম ভেন্যু করার আগ্রহ দেখায়। তা স্বাগতিক হিসেবে বেশ সাড়াই পাচ্ছে বসুন্ধরা কিংস। ফুটবল ঘিরে যেন নতুন করে জেগে উঠেছে উত্তরবঙ্গের এই জনপদ। গত বছরের ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারিয়ে আবাহনী চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু স্বাধীনতা কাপের সেমিতে আবাহনী হার হয় বসুন্ধরার কাছে। তাই আজকের ম্যাচটি বারুদে উত্তপ ছড়িয়ে দিয়েছে কে কাকে ঘায়েল করতে পারে। তাই মাঘের শীতে নীলফামারীবাসী গায়ে লেগেছে ফুটবলের গরম হাওয়া।
×