ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে দোকান কর্মচারীদের কর্মবিরতি

প্রকাশিত: ২২:৪২, ২৩ জানুয়ারি ২০১৯

বরিশালে দোকান কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সাত দফা দাবি আদায় এবং নগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতিকে শ্রম আইন পরিপন্থীভাবে মালিক কর্তৃক চাকরিচ্যুত করার প্রতিবাদে নগরীতে কর্মবিরতি পালন করেছেন দোকান কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টা নগরীর চক বাজার সড়কে কর্মবিরতী করে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বাশার আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট একে আজাদ প্রমুখ। বক্তারা বলেন, মালিকরা ইচ্ছা অনুযায়ী শ্রমিকদের চাকরী থেকে বরখাস্ত করেন, যা শ্রম আইনের সম্পূর্ণ পরিপন্থী। চার বছর ধরে স্বপন দত্ত স্বদেশী বস্ত্রালয়ে কাজ করে আসলেও মালিক মৃনাল সাহা গত ৮ জানুয়ারি কোন রকম আইনের তোয়াক্কা না করে তাকে বরখাস্ত করেছেন। তাই কর্মক্ষেত্রে নিশ্চয়তা, শ্রম আইনের যথার্থ বাস্তবায়নসহ সাত দফার যথার্থ সমাধান না হলে পরবর্তীতে তারা বৃহৎ কর্মসূচি ঘোষণা করবেন।
×