ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করলো পুলিশ

প্রকাশিত: ২৩:৪০, ২৩ জানুয়ারি ২০১৯

রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করলো পুলিশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর রাজশাহী মহানগরীর কাজলা এলাকা থেকে সিতারা বেগম (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনা পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। মহানগরীর মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কেউ একজন ৯৯৯-এ ফোন করে বাড়ির মধ্যে লাশ ঝুলছে বলে জানান। পরে বিষয়টি মতিহার থানায় জানানো হয়। এ সময় তিনি ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে কাজলা নদীর বাঁধ এলাকার ওই বাড়ি গিয়ে সেখান থেকে গৃহবধূ সিতারা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। কিন্তু ঘটনার পর থেকে তার স্বামী সেন্টু মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। জানতে চাইলে এসআই সিদ্দিক হোসেন বলেন, সিতারা বেগম সেন্টুর দ্বিতীয় স্ত্রী ছিলেন। সেন্টু পেশায় একজন দর্জি ব্যবসায়ী। বিভিন্ন আলামত দেখার পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছেনা। তাই লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মহানগরীর মতিহার থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু তার স্বামী পলাতক থাকায় ঘটনাটি নিয়ে ধোঁয়াশা কাটছেনা। তাই লাশটি ময়নাতদন্ত করা হচ্ছে। তার রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এই ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
×