ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অভিযোগ

প্রকাশিত: ০০:০৫, ২৩ জানুয়ারি ২০১৯

বাঁশখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৪নং ওয়ার্ডে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা আমান্য করে জায়গা দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। তবে আজ বুধবার দুপুরে থানা পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ এড়ালেও বর্তমানে পুরো এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, পৌরসভার উত্তর জলদী গ্রামের ইউসুফ আলী প্রকাশ ইদুল আলীর পুত্র মোক্তার আহমদের পৈত্রিক সূত্রে পাওয়া বি.এস খতিয়ান নং-৮০১ এর বি.এস দাগ নং- ১২০৩৯,১২০৪০, ১২৬৮৭ দাগাদির আন্দর ২০ শতক জায়গার মালিক হন। তবে একই জায়গা খরিদ সূত্রে দাবি করে ওই এলাকার মৃত জাফর আহমদের পুত্র জাহেদুল ইসলাম লোকজন নিয়ে ঘেরাবেঁড়া দিয়ে দখল করে নিয়েছে। তবে এই জায়গার উপর প্রতিপক্ষদের বিরুদ্ধে অতিরিক্ত জিলা ম্যাজিস্ট্রেট এর আদালত (দক্ষিণ চট্টগ্রাম) হতে মিচ মামলা নং ৬৯/২০১৯ এর পরিপ্রেক্ষিতে ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারা অনুসারে বাঁশখালী থানাকে শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ প্রদান করে বিজ্ঞ আদালত। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার সকাল থেকে প্রতিপক্ষ জাহেদুল ইসলাম গং তার লোকজন নিয়ে কাটাতারের বেঁড়া দিয়ে ঘিরে ফেলে। জায়গা দখলের খবর পেয়ে থানা পুলিশের এস.আই সুজন সিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে শান্তি শৃংখলা ও সংঘর্ষ এড়াতে উভয় পক্ষকে কঠোর হস্তে দমন করে আদালতের আদেশ মেনে চলার পরামর্শ দিয়েছেন। এদিকে এক পক্ষ জায়গা দখলের নিমিত্তে ঘেরা প্রদান করলেও আরেক পক্ষ ওই ঘেরা ছিন্ন করে পার্শ্ববর্তী ডোবায় ফেলে দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।
×