ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পত্নীতলায় ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

প্রকাশিত: ০০:৪১, ২৩ জানুয়ারি ২০১৯

পত্নীতলায় ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ মঙ্গলবার দিনগত গভীর রাতে নওগাঁর পত্নীতলায় বিজিবি ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কড়িয়া বিওপি এলাকা থেকে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে। এদিন রাত সাড়ে ১০ টায় বিজিবি পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কড়িয়া বিওপির সুবেঃ মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/৫-এস থেকে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কড়িয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার সিজার মূল্য ৩৮ হাজার ৮শ’ টাকা। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে মাদকদ্রব্য বহনকারীরা পালিয়ে যায়। এব্যাপারে প্রচলিত নিয়ম অনুযায়ী উক্ত আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে বিজিবি নিশ্চিত করেছে।
×