ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরিশালে আপত্তিকর ছবি তুলে মুক্তিপণ আদায় ॥ আটক-৬

প্রকাশিত: ০০:৪২, ২৩ জানুয়ারি ২০১৯

বরিশালে আপত্তিকর ছবি তুলে মুক্তিপণ আদায় ॥ আটক-৬

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীতে এক এনজিও কর্মীর আপত্তিকর ছবি তুলে মুক্তিপণ আদায়ের ঘটনায় প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার দুপুরে নগর পুলিশের কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোশারফ হোসেন। আটক প্রতারক চক্রের ছয় সদস্য হলো-সুমন সরদার, আয়েশা আক্তার, মুন্না চৌধুরী, মনির হাওলাদার, তানভীর খান ও জুলহাস সরদার। তাদেরকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকালে আটটি মোবাইল ফোন জব্দ ও মুক্তিপণের ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, গত ২০ জানুয়ারি দুপুরে নগরীর ভাটিখানা এলাকায় বসবাস করা তারেক খান নামের এক এনজিও কর্মীর বাসায় কাজের মেয়ে সরবরাহ করবেন বলে একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুজন মহিলা তার সাথে আপত্তিকর ছবি তোলার চেষ্টা করে। এ অবস্থায় তাদের সাজিয়ে রাখা আরও কিছু সহযোগী উপস্থিত হয়ে আরও আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি করে ছবি তোলে। পরবর্তীতে ব্লাকমেলিং করে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। তাৎক্ষনিকভাবে বিকাশের মাধ্যমে তাদের ২০ হাজার টাকা এবং দ্বিতীয় দফায় ১৩ হাজার টাকা পরিশোধ করেন ওই এনজিও কর্মী। পরবর্তীতে বিষয়টি পুলিশকে অবহিত করার পর অভিযান চালিয়ে প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নগরীর কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
×