ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দীপা কর্মকারের জীবনী প্রকাশিত হল সচিন তেন্ডুলকারের হাতে

প্রকাশিত: ০১:১৭, ২৩ জানুয়ারি ২০১৯

দীপা কর্মকারের জীবনী প্রকাশিত হল সচিন তেন্ডুলকারের হাতে

অনলাইন ডেস্ক ॥ সচিন তেন্ডুলকার শুধুমাত্র একজন বিশ্বসেরা ব্যাটসম্যান নন, জনমানসে গ্রহণযোগ্যতা তাঁকেভারতীয়ক্রীড়া জগতে ঈশ্বরের আসনে বসিয়েছে। তাই ভারতের ক্রীড়া জগতের তারকারা নিজেদের সকল অনুষ্ঠানেই সাক্ষী রাখতে চান ‘ঈশ্বর’কে। যেমন করলেন অলিম্পিক্সে সা়ড়া জাগানো জিমন্যাস্ট দীপা কর্মকার। মঙ্গলবার মুম্বাইয়ে তাঁর জীবনী প্রকাশিত হল সচিন তেন্ডুলকারের হাতে। ২০১৬ সালের রিও অলিম্পিক্সে ভল্ট ইভেন্টের সেমিফাইনালে উঠে চতুর্থ স্থানে শেষ করেছিলেন তিনি। ওই অলিম্পিকে কোনও পদক না জিতলেও দুরন্ত পারফরম্যান্সের জেরে বিশ্বের ক্রীড়াপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন। গত বছর নবেম্বরে আর্টিস্টিক জিমন্যাস্টিক ওয়ার্ল্ড কাপে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ২৫ বছরের ত্রিপুরার এই জিমন্যাস্টের জীবনী প্রকাশিত হল মঙ্গলবার, সচিন তেন্ডুলকারের হাতে। তাঁর জীবনীর নাম ‘দ্য স্মল ওয়ান্ডার’। আগরতলার থেকে কীভাবে বিশ্ববিখ্যাত জিমন্যাস্ট হলেন দীপা, সেই কাহিনি উঠে এসেছে এই বইতে। দীপার কোচ বীরেশ্বর নন্দীর দেওয়া বিভিন্ন তথ্য এই বইকে সমৃদ্ধ করতে সাহায্য করেছে। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে এই বই প্রকাশ অনুষ্ঠানে সচিনের উপস্থিতি। দীপার পাশে দাঁড়িয়ে তাঁর জীবনী প্রকাশের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×