ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকা উত্তরের উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত হবে শনিবার

প্রকাশিত: ০৫:৫৮, ২৪ জানুয়ারি ২০১৯

ঢাকা উত্তরের উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত হবে শনিবার

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কে হচ্ছেন, তা চূড়ান্ত হবে আগামী ২৬ জানুয়ারি শনিবার। ওইদিন দলটি মনোনয়ন বোর্ডের সভায় উত্তরের মেয়র প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচনেও দলীয় প্রার্থী ঠিক করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আসনটিতে প্রার্থী হতে বুধবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সদস্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ শাফায়াতুল ইসলাম। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম। দলটির নানা সূত্র থেকেই জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার দিক থেকে এগিয়ে রয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম। উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের আকস্মিক মৃত্যুর পর আতিকুল ইসলামকেই দলীয় মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু তখন উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে উপ-নির্বাচন শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। সম্প্রতি উচ্চ আদালতের আইন লড়াইয়ের পর উপ-নির্বাচনের জটিলতা দূর হয়। লড়াইয়ে সাবেক ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম এগিয়ে থাকলেও আরও বেশ ক’জন আওয়ামী লীগের মনোনয়ন লাভের জন্য দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। দলটির নীতিনির্ধারক নেতাদের কাছে ধর্ণা দিতে শুরু করেছেন তারা। তবে আওয়ামী লীগের বেশিরভাগ নেতারই মতো হচ্ছে, যেহেতু এর আগে উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আতিকুল ইসলামকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছিল, সেক্ষেত্রে এবারও তিনিই দলের মনোনয়ন পেতে পারেন। বুধবার আতিকুল ইসলামের পক্ষে তাঁর চাচাত ভাই জাহাঙ্গীর হোসেন যুবরাজ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। এদিকে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের পুনর্নির্বাচন আসনে মনোনয়নপ্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। প্রথম দিন বুধবার আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়াতুল ইসলাম। সকালে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সাবেক এই সেনা কর্মকর্তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সৈয়দ আশরাফুল ইসলামের সাবেক ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন। কিশোরগঞ্জ-১ আসনে গত ৩০ ডিসেম্বর দেশের অন্যান্য আসনের সঙ্গেই ভোট হয়েছিল। তাতে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। কিন্তু শপথ নেয়ার আগেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত আশরাফ গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান। নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল দিয়েছে। দলীয় সূত্র জানায়, আগামী ২৬ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা আহ্বান করা হয়েছে। সংসদীয় বোর্ডের প্রধান আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই গণভবনে অনুষ্ঠেয় বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে, কিশোরগঞ্জ-১ আসনে এমপি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা ছাড়াও দেশের বিভিন্নস্থানের পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মেয়র ও চেয়ারম্যান পদে দলের একক প্রার্থী ঘোষণা করা হতে পারে। বুধবার থেকেই কিশোরগঞ্জ-১ আসনে, ঢাকা উত্তর সিটি করপোরেশন, তিন পৌরসভা ও ৩০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কে হবেন, কিশোরগঞ্জ-১ আসনে এমপি পদে কে দলের মনোনয়ন পাবেন, তা জানা যাবে আগামী ২৬ জানুয়ারি। এরই মধ্যে সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে দলীয় প্রার্থী ঠিক করা হচ্ছে। আগামী ২৬ জানুয়ারির বৈঠকেই ঢাকা মহানগর উত্তরের সব ওয়ার্ডের দলীয় প্রার্থী ঠিক করা হবে। মেয়র পদে আগের প্রার্থীই থাকবেন কি না, সে সিদ্ধান্ত মনোনয়ন বোর্ডেই নেয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কিশোরগঞ্জ-১ আসনে সদ্যপ্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের কেউ যোগ্য থাকলে তিনি মনোনয়ন পেতে পারেন। তবে সবকিছুর আগে যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিরাই মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকবেন বলেও তিনি জানান।
×