ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কর্মীদের বোনাস দিতে টাকার পাহাড়

প্রকাশিত: ০৬:০০, ২৪ জানুয়ারি ২০১৯

কর্মীদের বোনাস দিতে টাকার পাহাড়

নববর্ষ উপলক্ষে বোনাসের রীতি বিশ্বের নানা দেশেই রয়েছে। বিশ্বের বাঘা বাঘা সব কোম্পানি নতুন বছরে কর্মীদের বোনাস দিয়ে তাদের খুশি রাখার চেষ্টা করে যাতে ওই কর্মী ভালমতো নতুন বছর পালন করতে পারে ও কর্মস্থলের প্রতি সারা বছর আস্থাশীল থাকতে পারে। তবে এই বোনাস দেয়ার জন্য একটি চীনা কোম্পানি যা করেছে তা শুনলে যে কারো চোখ কপালে ওঠার যোগার হতে বাধ্য। খবর হলো, চীনের জিয়াংসি প্রদেশের নাংচং শহরের একটি ইস্পাত কোম্পানি কর্মীদের বোনাস দেয়ার জন্য কারখানার সামনে টাকার পাহাড় গড়ে তোলে। আর প্রত্যেক কর্মী অফিস শেষে বের হওয়ার সময় তাদের হাতে বাংলাদেশী টাকায় প্রায় ৬৪ লাখ টাকা করে দিয়ে দেয়। খবরে বলা হয়েছে, মূলত কোম্পানির কর্মীদের চমকে দিতে এই টাকার পাহাড় গড়া হয়। এদিকে ওই ইস্পাত কোম্পানির এই অভিনব উদ্যোগের খবর ও টাকার পাহাড় গড়ার এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। চীনের জনপ্রিয় সামাজিক মাধ্যম উইবোতে এই ছবি শেয়ার করা মাত্র দেশটির নানা প্রান্ত থেকে তা শেয়ার হতে থাকে। অনেকে আবার নানা রসালো মন্তব্য করে। এদিকে কোম্পানির কর্মীরা বছর শেষে বিপুল অঙ্কের টাকা পেয়ে বেজায় খুশি। সাইহাই পোস্ট অবলম্বনে।
×