ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৃষিতে সরকারের অনেক চ্যালেঞ্জ রয়েছে ॥ কৃষিমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৫, ২৪ জানুয়ারি ২০১৯

কৃষিতে সরকারের অনেক চ্যালেঞ্জ রয়েছে ॥ কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৩ জানুয়ারি ॥ কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের ৬০ ভাগ মানুষ গ্রামে বসবাস করে। এখনও ৪৫ ভাগ মানুষের জীবিকা আসে কৃষি থেকে। কৃষিকে আমরা শিল্পায়ন ও প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানি করার ব্যবস্থা করব। কৃষিতে বর্তমান সরকারের অনেক চ্যালেঞ্জ রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পুষ্টি জাতীয় এবং নিরাপদ খাদ্য। কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ন-অগ্রগতি আর আধুনিকায়ন ছাড়া উন্নত সোনার বাংলা গড়া সম্ভব নয়। আর এজন্য কৃষির বিকাশে যারা কাজ করছেন তারা দেশ ও জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাদের এ দায়িত্ব মেধা, আন্তরিকতা ও সততার সঙ্গে পালন করতে হবে। বুধবার বিকেলে মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক টাঙ্গাইলের মধুপুর উপজেলায় রানী ভবানী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। আমি মনে করি তারা জনগণের ভালবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, জনগণের সমর্থন হারিয়েছে। আমরা চাই বিএনপি উপজেলা নির্বাচনে আসুক। প্রতিদ্বন্দ্বিতামূলক স্থানীয় সরকার নির্বাচন হোক। যেখানে সকলেই অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ ১০ বছর ক্ষমতায় থেকে প্রমাণ করেছে সরকার পরিচালনা ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলা নাগরিক কমিটির আয়োজনে মধুপুর উপজেলা আওয়ালী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনির সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহম্মেদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ইউএনও রমেন্দ্র নাথ বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী প্রমুখ।
×