ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুগপূর্তি জাতীয় পিঠা উৎসব শুরু

প্রকাশিত: ০৬:০৬, ২৪ জানুয়ারি ২০১৯

যুগপূর্তি জাতীয় পিঠা উৎসব শুরু

স্টাফ রিপোর্টার ॥ হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে উত্তরাধিকার ভোজনরসিক বাঙালীর অনন্য এক ঐতিহ্য বাহারি পিঠা। রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ১০ দিনব্যাপী যুগপূর্তি ‘জাতীয় পিঠা উৎসব ১৪২৫’ শুরু হয় বুধবার বিকেলে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মঞ্চসারথি আতাউর রহমান, নৃত্যগুরু আমানুল হক ও চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ম. হামিদ প্রমুখ। পরিষদের সদস্য সচিব খন্দকার শাহ্ আলমের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। বক্তারা বলেন, সময়ের ব্যবধানে আধুনিতার ধারায় অনন্য এই ঐতিহ্য থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছি আমরা। নগরের মানুষদের বাঙালীর অনন্য এই ঐতিহ্যের সঙ্গে নিবিড় বন্ধনে আবদ্ধ করার লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ যুগপূর্তি জাতীয় পিঠা উৎসব ১৪২৫ আয়োজন করেছে। পিঠা উৎসব শুরু হয় ২০০৮ সালের জানুয়ারি মাসে। ধীরে ধীরে এই উৎসব বাংলাদেশের শিল্প সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। শিল্প সংস্কৃতির পীঠস্থান বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পিঠা উৎসব আয়োজনের মূল লক্ষ্যই ছিল নাগরিক জীবনে বিভিন্ন ধরনের পিঠাকে পরিচিত করে তোলা। উৎসব চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসব অঙ্গনে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত পিঠাপ্রেমীদের জন্য উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, কৌতুক, জাদু প্রদর্শনীর আয়োজন থাকবে। পিঠাপ্রেমীদের আমন্ত্রণ, সপরিবারে আসুন বাঙালীর পিঠা নিয়ে আয়োজিত অনন্য উৎসবে।
×