ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সম্মিলিত উদ্যোগ

প্রকাশিত: ০৬:২৮, ২৪ জানুয়ারি ২০১৯

সম্মিলিত উদ্যোগ

আমাদের দেশে প্রতিদিন সম্ভাবনাময় ও স্বপ্নের অনেক জীবন সড়ক দুর্ঘটনার বলি হচ্ছে। সড়ক দুর্ঘটনায় অর্ধেকের বেশি ঘটে রাজধানীতে। চালকদের নিয়ম-কানুন মানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনীহা, গাফিলতি ও অন্যায় করে চালকেরা পার পেয়ে যাওয়ার সংস্কৃতি চলছেই। নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের বিরাট ইতিহাস জন্ম দিলেও বোধোদয় হয়নি আমাদের। ট্রাফিক আইন মানছে না ৯০-৯২ শতাংশ পথচারী। মালিক-চালক শ্রমিকদের পাশাপাশি যাত্রী ও পথচারীদের মধ্যে বেপরোয়া মনোভাব লক্ষ্য করা যায়। শুধু অভিযান পরিচালনা করে সড়ক শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। ট্রাফিক সপ্তাহ পালন, অভিযান পরিচালনা করা এসব সাময়িক সচেতনতা বৃদ্ধি করতে পারে কিন্তু স্থায়ীভাবে সড়ক শৃঙ্খলা ফেরাতে যথেষ্ট নয়। এ জন্য স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। কিছুদিন আগের ছাত্র আন্দোলন আমাদের বিবেককে নাড়িয়ে দিলেও কোনক্রমে শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়নি। এখনও সড়কে মৃত্যুর মিছিল। সড়ক দুর্ঘটনা, নৌপথ পরিবহন খাতে অনিয়ম ও উচ্ছৃঙ্খলা এই ব্যাপকভাবে দায়ী। চলছে ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন অবৈধ চালক, লাগামহীন ভাড়া আদায়, যাত্রী হয়রানিসহ নানান অসঙ্গতির ফলে অহরহ ঘটছে সড়ক দুর্ঘটনা। আমরা সাধারণ জনগণ শান্তি ও স্বস্তিতে থাকতে চাই, নির্বিঘ্নে চলাফেরা করতে চাই। সড়ক পরিবহনে চলাচলের সঙ্গে সরকারের নির্দেশমতো পরিবহন আইন বাস্তবায়নের ভূমিকা রাখতে হবে। এ ছাড়া সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে ব্যাপক প্রচারণা চালাতে হবে এবং দেশের গণমাধ্যমকে এ ব্যাপারে সচেতন হতে হবে। আমলাপাড়া, নারায়ণগঞ্জ থেকে
×