ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে মুসলিম কমিউনিটির ওপর হামলার ছক, গ্রেফতার চার

প্রকাশিত: ০৬:৩০, ২৪ জানুয়ারি ২০১৯

নিউইয়র্কে মুসলিম কমিউনিটির ওপর হামলার ছক, গ্রেফতার চার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে মুসলিম কমিউনিটির ওপর বোমা হামলার পরিকল্পনার অভিযোগে তিন ব্যক্তি ও এক কিশোরকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। তাদের কাছ থেকে ঘরে তৈরি তিনটি বোমা ও প্রায় দুই ডজন বন্দুক উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে স্থানীয় গ্রিস শহর কর্তৃপক্ষ। ইয়াহু নিউজ। গ্রিসের পুলিশ প্রধান প্যাট্রিক ফিলান এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, শহরের ওডিসি একাডেমির এক ছাত্র সহপাঠীকে একটি ছবি দেখিয়ে বলে, ‘তাকে পরবর্তী স্কুল শূটারের মতো লাগছে, তাই না?’ এই মন্তব্যের বিষয়ে স্কুলের নিরাপত্তা বিভাগকে জানানো হলে তারা স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে ওই দুই ছাত্রকে ও তাদের ছবিতে থাকা ছাত্রকেও জিজ্ঞাসাবাদ করে। এই তদন্ত শেষ পর্যন্ত পুলিশকে কয়েকটি তল্লাশি অভিযানের দিকে নিয়ে যায় এবং তারা চারজনকে গ্রেফতার করে। এদের মধ্যে যার ছবি নিয়ে দুই সহপাঠী আলোচনা করেছিল সেই ছাত্রটিও আছে। এই দলটি ক্যাটস্কেল পর্বতমালায় অবস্থিত ছোট শহর ইসলামবার্গে হামলার পরিকল্পনা করেছিল। ওই শহরটি নিউইয়র্ক শহর থেকে ১৫০ মাইল উত্তর-পশ্চিমে। তিন দশকেরও বেশি আগে আফ্রিকান আমেরিকান মুসলিমদের একটি দল ইসলামবার্গ শহরটি স্থাপন করেছিল। এরা পাকিস্তানী সুফি সাধক মুবারিক আলী শাহ গিলানির অনুসারী ছিল। এ ঘটনায় গ্রেফতার ব্রায়ান কোলনারি (২০) এ্যান্ড্রু ক্রিসেল (১৮) ও ভিনসেন্ট ভেটোরমাইল (১৯) অস্ত্র ও ষড়যন্ত্রের অভিযোগের মুখোমুখি হচ্ছে। পাশাপাশি গ্রেফতারকৃত ১৬ বছর বয়সী ওই ছাত্রের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে, কিন্তু অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।
×