ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২ কোম্পানিকে ডিএসইর নোটিস

প্রকাশিত: ০৬:৩৩, ২৪ জানুয়ারি ২০১৯

২ কোম্পানিকে ডিএসইর নোটিস

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জেকে (ডিএসই) জানিয়েছে, কোন কারণ ছাড়াই তাদের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হলো : ফারইস্ট ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট এবং জনতা ইন্স্যুরেন্স। জানা গেছে, ফারইস্ট ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর গত ১৪ জানুয়ারি ছিল ৬.৬০ টাকায়। আর ২২ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৭.৬০ টাকায়। অর্থাৎ ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১৫ শতাংশ বেড়েছে এবং জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৯ জানুয়ারি ছিল ১৬.৬০ টাকায়। আর ১৭ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৯.৩০ টাকায়। অর্থাৎ ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২.৭০ টাকা বা ১৬ শতাংশ বেড়েছে। কোম্পানি দুটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানি ২টিকে নোটিস পাঠানো হয়েছে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×