ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালনে সক্ষম চট্টগ্রাম বন্দর

প্রকাশিত: ০৬:৩৪, ২৪ জানুয়ারি ২০১৯

রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালনে সক্ষম চট্টগ্রাম বন্দর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালনে সক্ষমতা অর্জন করেছে চট্টগ্রাম বন্দর। এই সক্ষমতা আরও বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণসহ প্রতিনিয়ত বন্দরের সম্প্রসারণ ঘটছে। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠকে একথা বলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ। বুধবার বিজিএমইএ সূত্রে জানানো হয়, সংগঠনের প্রথম সহসভাপতি মঈনউদ্দিন আহমেদ মিন্টুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বন্দর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় নেতারা বন্দর চেয়ারম্যান নৌবাহিনীতে কমডোর থেকে রিয়ার এডমিরাল পদে উন্নীত হওয়ায় শুভেচ্ছা এবং পোশাক শিল্পের অগ্রযাত্রায় বন্দরের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বন্দরের কার্যক্রমকে ব্যবসাবান্ধব উল্লেখ করে তিনি বলেন, নতুন সংযোজিত গ্যাংট্রি ক্রেনের কারণে বন্দরের হ্যান্ডলিং কার্যক্রমে গতিশীলতা এসেছে। সেবা আরও বাড়াতে বেটার্মিনাল নির্মাণ কার্যক্রম এগিয়ে চলছে। জাতীয় রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালনে বন্দরের পূর্ণাঙ্গ ক্ষমতা রয়েছে। বিজিএমইএ নেতা মঈনউদ্দিন আহমেদ মিন্টু পোশাক শিল্পের অগ্রযাত্রায় বন্দর কর্তৃপক্ষের প্রদত্ত সহযোগিতার কথা উল্লেখ করে জানান, রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে বিজিএমইএর ধারাবাহিক প্রচেষ্টা হিসেবে বিভিন্ন অবকাঠামোগত সমস্যা থেকে উত্তরণে গ্যাস বিদ্যুত সুবিধাসহ গার্মেন্টস্ জোন স্থাপনের প্রক্রিয়া চলছে। বন্দরের হ্যান্ডলিংয়ে গতিশীলতা আনায়নে ৬টি গ্যাংট্রি ক্রেন স্থাপনে কন্টেনার উঠানামায় গতিশীলতা এসেছে। তিনি বন্দরের নতুন জেটি নির্মাণসহ বেটার্মিনাল নির্মাণ কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার অনুরোধ জানান। এ সময় বিজিএমইএ পরিচালক কাজী মাহাবুব উদ্দিন জুয়েল, সৈয়দ মোহাম্মদ তানভীর ও মোহাম্মদ সাইফ উল্যাহ্ মনসুর ও বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুকসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×