ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২ হাজার মেগাওয়াট কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণে জিসিএম ও পাওয়ার চায়নার মধ্যে চুক্তি

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ জানুয়ারি ২০১৯

২ হাজার মেগাওয়াট কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণে জিসিএম ও পাওয়ার চায়নার মধ্যে চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ জিসিএম রিসোর্সেস পিএলসি এবং পাওয়ার চায়না (চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান) ৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে প্রস্তাবিত ২,০০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র স্থাপনে জয়েন্ট ভেঞ্চার ও ইপিসি চুক্তি সই করেছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দিনাজপুর জেলায় এই বিদ্যুত কেন্দ্র স্থাপিত হবে। সম্প্রতি ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই করা হয়। জিসিএম এর পক্ষে মোঃ বদরুজ্জামান ও ফিরোজ জামান এবং পাওয়ার চায়নার পক্ষে জিয়ং লি জিন ও পান ডেং উ এতে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন জিসিএম এর নির্বাহী চেয়ারম্যান দাতুক মাইকেল ট্যাং পিজেএন, দীপন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাশেদ মাহমুদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস খান, পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ডিং ঝেং গাউ, চাইনিজ চেম্বার অব কমার্স বাংলাদেশের চেয়ারম্যান লিন ওয়েই কিয়াং এবং পাওয়ার চায়না ইউরেশিয়ার ভাইস প্রেসিডেন্ট ঝু জিয়াং লং। সাশ্রয়ী মূল্যে প্রায় ৬,০০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনে প্রস্তাবিত প্রকল্পটি জিসিএম রিসোর্সেস এর বৃহত্তর পরিকল্পনার অংশ। এতে প্রায় ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে, যাতে সরকারের আর্থিক ব্যয়ের সংশ্লিষ্টতা নেই। এটি সরকারের জ্বালানি মাস্টারপ্ল্যান এবং বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যাতে দেশের কয়লা সম্পদের যৌক্তিক ব্যবহারের কথা বলা হয়েছে। সর্বাধুনিক আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির ব্যবহার এবং উচ্চ-জ্বালানি দক্ষতার কারণে প্রস্তাবিত কেন্দ্রে কয়লা থেকে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুত উৎপাদন সক্ষমতা তৈরি হবে, দূষণ নির্গমন নিম্নতম পর্যায়ে থাকবে এবং পাশাপাশি সাশ্রয়ী মূল্যে বিদ্যুত সরবরাহ করা যাবে।
×