ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা সঙ্কট সমাধানে সহায়তার অঙ্গীকার আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের

প্রকাশিত: ০৬:৩৭, ২৪ জানুয়ারি ২০১৯

রোহিঙ্গা সঙ্কট সমাধানে সহায়তার অঙ্গীকার আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। একইসঙ্গে শরণার্থীতে পরিণত হওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতেরও অঙ্গীকার করেছেন তারা। খবর ইউসিএ নিউজের। গত ১৭ ও ১৮ জানুয়ারি থাইল্যান্ডের চিয়াং মাই’তে বৈঠকের পর একটি বিবৃতি দেন আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এতে দ্বন্দ্বের মূল কারণগুলোর সমাধানের জন্য ‘ব্যাপক ও টেকসই সমাধান খুঁজে বের করার’ প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়। রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ যেন তাদের জীবনমানের পুনর্গঠন করতে পারে তার জন্য ‘একটি সহায়ক পরিবেশ তৈরি’র ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রীরা। ২০১৯ সালের ১ জানুয়ারি সিঙ্গাপুরের কাছ থেকে আসিয়ান চেয়ারের দায়িত্ব লাভ করে থাইল্যান্ড। মন্ত্রীরা জনগণের চাহিদা মূল্যায়ন এবং প্রত্যাবাসন প্রক্রিয়াকে পৃষ্ঠপোষকতা দিতে মিয়ানমারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তও অনুমোদন দিয়েছেন। আসিয়ান কোঅর্ডিনেটিং সেন্টার ফর হিউম্যানিটেরিয়ান এ্যাসিস্টেন্স অন ডিজাস্টার ম্যানেজমেন্ট এই টিমটি গঠন করছে। আসিয়ানের এক বিবৃতিতে বলা হয়েছে, রাখাইনে মানবিক ত্রাণ কর্মসূচীর জন্য আমাদের অব্যাহত সমর্থন জানাচ্ছি। একটি নিরাপদ ও সম্মানজনক পদ্ধতিতে তাদের প্রত্যাবাসনের প্রতিশ্রুতির প্রতি আসিয়ান অঙ্গীকারাবদ্ধ।
×