ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় নাশকতা মামলা

খালেদার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৬:৩৮, ২৪ জানুয়ারি ২০১৯

খালেদার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল খুরশিদুল আলম। পরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নিম্ন আদালতে জামিন আবেদন করা হলে এর আগে চারবার বিভিন্ন অজুহাতে পিছিয়ে দিয়েছেন নিম্ন আদালত। আগামী ৪ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে। ওইদিন এ বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত ১৬ জানুয়ারি এ মামলার অভিযোগ গঠন ও খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আলী আকবর অভিযোগ গঠন ও জামিন আবেদনের শুনানি ফের পিছিয়ে দেন। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি জামায়াত-বিএনপির ডাকা অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে আগুনে পুড়ে মারা যান আট যাত্রী। আহত হন আরও ২৭ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
×