ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনকালে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে বিএনপির ১০ কমিটি

প্রকাশিত: ০৬:৩৯, ২৪ জানুয়ারি ২০১৯

নির্বাচনকালে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে বিএনপির ১০ কমিটি

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালে মামলা-হামলায় ক্ষতিগ্রস্ত দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে বিএনপি ১০ কমিটি গঠন করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দফতর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব কমিটি গঠনের কথা জানানো হয়। এর মাধ্যমে সারাদেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও তাদের ক্ষয়ক্ষতি এবং কারাবন্দী নেতাকর্মীদের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব নেতাকর্মী কারাগারে আছেন তাদের মুক্তির জন্য সহায়তা করা হবে দলের কেন্দ্র থেকে। এ ছাড়া নির্বাচনকালে আহতদের চিকিৎসা সহায়তা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াবেন কেন্দ্রীয় নেতারা। এজন্য আগামী সপ্তাহ থেকে কমিটির সদস্যরা বিভিন্ন জেলা সফর করবেন। এসব সফরে নেতাকর্মীদের উজ্জীবিত করতে ঘরোয়া আলোচনা সভা ও উঠান বৈঠকের মতো কর্মসূচীও নেয়া হবে। সেখানে সাংগঠনিক দুর্বলতাগুলো চিহ্নিত করা হবে।
×