ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কমিশন গঠন চেয়ে আইনী নোটিস

প্রকাশিত: ০৬:৩৯, ২৪ জানুয়ারি ২০১৯

কমিশন গঠন চেয়ে আইনী নোটিস

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংকিং খাতে বিভিন্ন অর্থ আত্মসাত, লোন প্রদানে অনিয়ম, সুদ মওকুফ সংক্রান্ত বিষয় তদন্ত করতে কমিশন গঠন চেয়ে আইনী নোটিস পাঠিয়েছে সুপ্রীমকোর্টের এক আইনজীবী। সাতদিনের মধ্যে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, আইন সচিব ও বাংলাদেশ ব্যাংকের গবর্নরকে এ নোটিস পাঠানো হয়েছে। বুধবার হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ডাকযোগে এ নোটিস পাঠান। লিগ্যাল নোটিসে বলা হয়, কয়েক বছর ধরে সরকারী ও প্রাইভেট ব্যাংকের বিভিন্ন শাখা হতে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন উপায়ে আত্মসাত হচ্ছে কিন্ত তা বন্ধে কার্যকরী ব্যাবস্থা নেয়া হচ্ছে না।
×