ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩১ রোহিঙ্গাকে জেলে পাঠিয়েছে ভারত

প্রকাশিত: ০৬:৪০, ২৪ জানুয়ারি ২০১৯

৩১ রোহিঙ্গাকে জেলে পাঠিয়েছে ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ-ভারতের ত্রিপুরা সীমান্ত থেকে মঙ্গলবার শিশু-নারীসহ ৩১ রোহিঙ্গাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরবর্তীতে পশ্চিম ত্রিপুরার একটি আদালত তাদেরকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, চারদিন ধরে তারা সীমান্তের জিরো পয়েন্টে আটকে ছিলেন। গত ১৮ জানুয়ারি থেকে বাংলাদেশ-ভারতের ত্রিপুরা সীমান্তের নো-ম্যানসল্যান্ডে ৬ পুরুষ, ৯ নারী ও ১৬ শিশুসহ রোহিঙ্গারা আটকে ছিলেন। কোন দেশই তাদের স্বীকৃতি দেয়নি। বিজিবির দাবি ছিল তারা ভারত থেকে এসেছে, বিএসএফ তাদেরকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। কিন্তু বিজিবির ওই দাবি অস্বীকার করে বিএসএফ। উভয়পক্ষের মধ্যে কয়েকবার পতাকা বৈঠক করেও কোন ফল হয়নি। -ইরনা
×