ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের সঙ্গে রেল যোগাযোগের কাজ অচিরেই শুরু হবে ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৬:৪৭, ২৪ জানুয়ারি ২০১৯

ভারতের সঙ্গে রেল যোগাযোগের কাজ অচিরেই শুরু হবে ॥ রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর ও নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের পশ্চিমবঙ্গের হলদিবাড়ি হয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগের কাজ অচিরেই শুরু হবে। ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রাম দ্রুতগতিসম্পন্ন ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। দেশের প্রত্যেক জেলার সঙ্গে রেলের সংযোগ হবে। উত্তরবঙ্গের জন্য আলাদা রেল ব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। মিয়ানমার হয়ে চীনের রেল যোগাযোগের উদ্যোগ নেয়া হচ্ছে। বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের অফিস সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার রেলওয়ে যোগাযোগকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে বলে জনগণের চাওয়ার আগেই সরকার উদ্যোগী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে রেল যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত সভায় পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদসহ রেলওয়ে কর্মকর্তারা বক্তব্য রাখেন। রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম নিজ জেলায় সরকারী সফরে এসে বিভিন্ন কর্মসূচীতে অংশ নিচ্ছেন। এদিকে বুধবার সরকারী অডিটোরিয়ামে শিক্ষা সংস্কৃতি ট্রাস্টের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ও পঞ্চগড় শেরেবাংলা পার্কের উন্মুক্ত মঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রেলমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
×