ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে শিক্ষককে মারধর ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:৪৮, ২৪ জানুয়ারি ২০১৯

দৌলতপুরে শিক্ষককে মারধর ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৩ জানুয়ারি ॥ দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আজিজুল ইসলামকে (৪০) পিটিয়ে আহত করার ঘটনায় ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন, মৌন মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া-প্রাগপুর সড়কের পাশে দাঁড়িয়ে তারা এ কর্মসূচী পালন করে। এ সময় প্রায় ২ ঘণ্টা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, তাদের প্রিয় শিক্ষক আজিজুল ইসলামকে অন্যায় ভাবে মারপিট করেছে সন্ত্রাসী ও চোরের সর্দার নাইফুল ইসলাম। তাই সন্ত্রাসী নাইফুলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, বিনা অপরাধে শিক্ষককে রাস্তায় ফেলে মারধর করা জাতির জন্য খুবই লজ্জাজনক ব্যাপার। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের করতে দাবি জানান তিনি। উল্লেখ্য, শিক্ষক আজিজুল ইসলাম বাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার সময় সোমবার সন্ধ্যায় তার গতি রোধ করে স্থানীয় সন্ত্রাসী ও চোরের সরদার নাইফুল ইসলাম তাকে মারপিট করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
×