ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে জাতীয় জুট মিলে আগুন

প্রকাশিত: ০৬:৫১, ২৪ জানুয়ারি ২০১৯

সিরাজগঞ্জে জাতীয় জুট মিলে আগুন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ প্রায় চার ঘণ্টা চেষ্টার পর সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সকাল ৬টায় মিলের অভ্যন্তরে ফিনিশিং সেকশনে রাখা পাটের তৈরি বস্তার বেলে আগুন ধরে। নিয়ন্ত্রণে আসে সকাল ১০টায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, বুধবার ভোর ৬টার দিকে জাতীয় জুটমিলের ফিনিশিং সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাতীয় জুটমিলের প্রকল্প প্রধান ও মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, ফিনিশিং সেকশনে রাখা বস্তার বেলে আগুন লাগায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার তদন্তে মিলের প্রোডাকশন ম্যানেজার রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শীতলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নদী বন্দরের আওতাধীন নরসিংদীর পলাশ থানা এলাকায় শীতলক্ষ্যা নদীর সহ¯্রাধিক বর্গফুট তীরভূমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা পাকা স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলে। ধর্ষণ মামলায় যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৩ জানুয়ারি ॥ শিশু ধর্ষণ মামলায় মঞ্জুরুল ইসলাম আনসারী নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদ-াদেশ ও একলাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুন্সি মোঃ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
×