ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডেও দাপুটে শুরু ভারতের

প্রকাশিত: ০৬:৫৯, ২৪ জানুয়ারি ২০১৯

নিউজিল্যান্ডেও দাপুটে শুরু ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ বাজে আবহাওয়া মানেই তো ঝড়-বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ, আলোর স্বল্পতা। এমন সব কারণে খেলা বন্ধ থাকা খুবই স্বাভাবিক ঘটনা। তবে বুধবার ব্যতিক্রম কারণে আলোচনায় উঠে এলো নেপিয়ারের ম্যাকলিন পার্ক। অতিরিক্ত সূর্যালোকের কারণে আধাঘণ্টা বন্ধ থাকল নিউজিল্যান্ড-ভারত প্রথম ওয়ানডের খেলা। তাতে অবশ্য সফরকারীদের জয়রথ থামেনি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে কিউইদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ৩৮ ওভারে মাত্র ১৫৭ রানে অলআউট হয় কেন উইলিয়ামসনের নিউজিল্যন্ড। ৪৯ ওভারে অতিথিদের সামনে ১৫৬ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বিরাট কোহলির দল। পাঁচ ওয়ানডের সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে। দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন পেসার মোহাম্মদ শামি (৩/১৯)। মাউন্ট ম্যাঙ্গানিউয়ে দ্বিতীয় ওয়ানডে শনিবার। সহজ লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে সাবধানী শুরু করে ভারত। ২৪ বলে ১১ রান করে রোহিত শর্মা ফিরে গেলে ভাঙ্গে ৪১ রানের উদ্বোধনী জুটি। ক্রিকেট মাঠের উইকেট থাকে সাধারণত উত্তর-দক্ষিণ দিকে। তবে তৈরিতে হিসেবের ভুলে ম্যাকলিন পার্কের উইকেট পূর্ব-পশ্চিম দিকে। অস্ত যাওয়া সূর্য ব্যাটসম্যানের চোখ বরাবর থাকায় দশম ওভার শেষে আধাঘণ্টার বেশি সময়ের জন্য খেলা বন্ধ হয়ে যায়। তাই ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নতুন লক্ষ্য পায় ভারত। অধিনায়ক কোহলিকে (৪৫) ফিরিয়ে তার সঙ্গে শিখর ধাওয়ানের ৯১ রানের জুটি ভাঙ্গেন লুকি ফার্গুসন। অম্বাতি রাইডুকে নিয়ে বাকিটা সহজেই সারেন ধাওয়ান। ৬ চারে ১০৩ বলে অপরাজিত ৭৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলার পথে ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলকে যান বাঁহাতি এই ওপেনার। ২০০৯ সালের পর নিউজিল্যান্ডে এই প্রথম স্বাগতিকদের ওয়ানডেতে হারাল ভারত। এর আগে টস জিতে ব্যাটিং নেয়া নিউজিল্যান্ডের শুরুটা মোটেই ভাল ছিল না। দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরোকে বোল্ড করে বিদায় করেন শামি। গাপটিলকে ফিরিয়ে ভারতের হয়ে ওয়ানডেতে দ্রুততম শত উইকেট নেয়ার রেকর্ড গড়েন এই পেসার। মিডল অর্ডারে ছোবল দেন লেগ স্পিনার যুবেন্দ্র চাহাল। ফিরতি ক্যাচ নিয়ে বিদায় করেন ছন্দে থাকা রস টেইলর ও টম লাথামকে। হেনরি নিকোলসকে বিদায় করে শিকার ধরেন চায়নাম্যান কুলদীপ। মিচেল স্যান্টনারকে বেশিক্ষণ টিকতে দেননি শামি। একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেয়া কেন উইলিয়ামসকে বিদায় করে নিউজিল্যান্ডকে বড় একটা ধাক্কা দেন কুলদীপ। ৭ চারে ৮১ বলে ৬৪ রান করে অধিনায়কের বিদায়ের পর বেশিদূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস। কুলদীপের স্পিনের ফাঁদে পড়ে ১১ রানে শেষ ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড থামে ১৫৭ রানে। সিমিং কন্ডিশনেও ৩৯ রানে ৪ উইকেট নেন আলোচিত এ রিস্ট স্পিনার। ৬ ওভার বল করে শামি ৩ উইকেট নেন মাত্র ১৯ রানের বিনিময়ে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ জয়ের পর থেকেই ওয়ানডে সিরিজে জয়যাত্রা চলছে ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার মাঠেও ওয়ানডে সিরিজ জিতেছে কোহলির দল। তাসমান সাগর পাড়ি দিয়ে সেখান থেকে নিউজিল্যান্ডে গিয়ে প্রতিকূল পরিবেশেও জয়যাত্রা ধরে রাখলেন অধিনায়ক কোহলি। আর সেই প্রতিকূল পরিবেশ যে অবিশ্বাস্যভাবে সূর্যের আলো, তা না বললেও চলে! স্কোর ॥ নিউজিল্যান্ড ॥ ১৫৭/১০ (৩৮ ওভার; গাপটিল ৫, মানরো ৮, উইলিয়ামসন ৬৪, টেইলর ২৪, লাথাম ১১, নিকোলস ১২, স্যান্টনার ১৪, ব্রেসওয়েল ৭, সাউদি ৯*, ফার্গুসন ০, বোল্ট ১; ভুবনেশ্বর ০/২০, শামি ৩/১৯, শঙ্কর ০/১৯, চাহাল ২/৪৩, কুলদীপ ৪/৩৯, কেদার ১/১৭)। ভারত ॥ (লক্ষ্য ৪৯ ওভারে ১৫৬) ১৫৬/২ (৩৪.৫ ওভার; রোহিত ১১, ধাওয়ান ৭৫*, কোহলি ৪৫, রাইডু ১৩*; বোল্ট ০/১৯, সাউদি ০/৩৬, ফার্গুসন ১/৪১, ব্রেসওয়েল ১/২৩), স্যান্টনার ০/৩২)। ফল ॥ ভারত ৮ উইকেটে জয়ী (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে) ম্যাচসেরা ॥ মোহাম্মদ শামি (ভারত)। সিরিজ ॥ পাঁচ ওয়ানডে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে।
×