ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বসুন্ধরার কাছে পাত্তাই পেল না আবাহনী

প্রকাশিত: ০৬:৫৯, ২৪ জানুয়ারি ২০১৯

বসুন্ধরার কাছে পাত্তাই পেল না আবাহনী

তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ বোমা ফাটিয়েছে বসুন্ধরা কিংস। পাত্তা পেল না গতবারের চ্যাম্পিয়ান ঢাকা আবাহনী। নীলফামারীর মাঠে প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল) অভিষেকের দিনেই গতকাল বুধবার ছিল বিগ ম্যাচ। দ্য কিংস এবং দ্য স্কাই ব্লু ব্রিগেড-এর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে প্রিমিয়ার লীগে অভিষেক হয় শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের। নীলফামারীর মাঠে দ্য কিংস অর্থাৎ বসুন্ধরার কাছে ঘায়েল হলো দ্য স্কাই ব্লু ব্রিগেড ঢাকা আবাহনী। ৩-০ গোলে জয় পায় বসুন্ধরা। শুধু গোলের সুযোগ নয় রীতিমতো পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি ঢাকা আবাহনী। বসুন্ধরার গোল নায়ক হলো ড্যানিয়েল কলিন্ড্রেস দুইটি ও মতিন মিয়া একটি। এই খেলায় নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের দশ হাজার দর্শককে মন মাতাতে পারেনি আবাহনী। তবে বসুন্ধরার খেলা দেখে মুগ্ধ ফুটবলপ্রেমী দর্শকরা। খেলা শেষে ফিরে যাওয়ার পথে ফুটবলপ্রেমীদের মন্তব্য করে বলতে শোনা যায় বসুন্ধরা বারুদ ফাটালো। ঘায়েল হলো আবাহনী। আবার কেউ কেউ বলছিল বসুন্ধরা প্রতিশোধ নিল গতবারের ফাইনালে ৩-১ গোলে হারের। প্রথম হাফ শেষের ঠিক ৩ মিনিট আগে বসুন্ধরার ২৬ নম্বর জার্সিধারী ড্যানিয়েল কলিন্ড্রেসের ফ্রি কিক আবাহনীর গোল জালে প্রবেশ করে। ঠিক এর ৫ মিনিট আগেই ডি বক্সের ফাউলে পেনাল্টি পেয়েছিল আবাহনী। কিন্তু সেই পেনাল্টি কাজে লাগাতে পারেনি। সামনে গোলকিপারকে একা পেয়েও সেই পেনাল্টি মিস করে বসেন আবাহনীর ১০ নম্বর জার্সির সান্ডে চিজোবা। হাফটাইমের পর পুরো খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় বসুন্ধরা। একে একে আরও দুটি গোল পায় তারা। ১৪ মিনিটে বসুন্ধরার ৯ নম্বর জার্সির মতিন মিয়া ও ২৩ মিনিটে ২৬ নম্বর জার্সিধারী ড্যানিয়েল কলিন্ড্রেস। খেলা শেষে তিন গোলে জিতে বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন সন্তুষ্ট। ম্যাচশেষে তিনি বলেছেন বড় দলের বিপক্ষে জয় পেয়েছি। তাই খুব ভাল লাগছে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। ঢাকা আবাহনীর বিরুদ্ধে এই জয় আমাদের খেলাগুলোতে বিশেষভাবে অনুপ্রেরণা জোগাবে। ম্যাচে হেরে আবহানীর কোচ মারিও লিচিনিও লেমস বলেন বসুন্ধরা শক্তিশালী। তারা অনেক ভাল খেলে জয় পেয়েছে। তাদের নবউদ্যোমের কৌশলে আমরা হেরেছি। আগামীতে ভাল খেলার প্রত্যাশা রাখি। খেলা শুরুর আগে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রিমিয়ার লীগের অভিষেক আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। দায়িত্ব পাওয়ার পর রাজধানীর বাহিরে প্রথম সফরে নীলফামারীতে এসে সরকারের নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ক্রীড়াঙ্গনে চাঙ্গাভাব ফেরাতে তিনি জানান, ট্যালেন্ট হান্টের মাধ্যমে খেলোয়াদ বের করে আনা হবে। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের আরও উন্নয়নে বরাদ্দ প্রদান ছাড়াও রাতের বেলা যাতে খেলা অনুষ্ঠিত হয় এ জন্য ফ্লাড লাইটেরও ব্যবস্থা করা হবে।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, ফিফা কাউন্সিলের সদস্য মাহফুজা আখতার কিরণ, বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য সাকাওয়াত আলী খান জাহাঙ্গীর, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও সাধারণ স¤পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ।
×