ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এমিলিয়ানোকে নিয়ে শোকাহত ফুটবল দুনিয়া

প্রকাশিত: ০৭:০০, ২৪ জানুয়ারি ২০১৯

এমিলিয়ানোকে নিয়ে শোকাহত ফুটবল দুনিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ যুগে যুগে বিমান দুর্ঘটনার ইতিহাস কম নেই। এর মধ্যে ক্রীড়াঙ্গনেও অনেকবার নেমে এসেছে এই কালো ছায়া। গত বছর ইংলিশ ক্লাব লিচেস্টার সিটির মালিক নিহত হওয়ার পর এবার আর্জেন্টিনার এক ফুটবলার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আচমকা এমন হৃদয়বিদারক ঘটনায় শোকাহত ফুটবল দুনিয়া। মঙ্গলবার তরুণ ফুটবলার এমিলিয়ানো সালাকে নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে বিমান। ঘটনায় আর্জেন্টাইন ফুটবলারের প্রাণ হারানোর আশঙ্কায় শঙ্কিত ফুটবলবিশ্ব। সদ্যই রেকর্ড চুক্তিতে ইংলিশ ক্লাব কার্ডিফ সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সালা। নতুন ক্লাবের হয়ে মিশন শুরু করতেই যাচ্ছিলেন। কিন্তু যাত্রাপথেই সব শেষ হয়ে গেছে। চুক্তিবদ্ধ হওয়ার পর কার্ডিফ সিটির উদ্দেশে রওনা দিয়েছিল আর্জেন্টাইন স্ট্রাইকারের বিমান। সোমবার রাতে ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় বিমানটি। রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় প্রাইভেট জেটটির গতিবিধি। ওই বিমানে যাত্রী ছিলেন লিওনেল মেসির দেশের প্রতিভাবান স্ট্রাইকার সালা। সাবেক ক্লাব ফ্রান্সের নান্টেসকে বিদায় জানিয়ে নতুন ক্লাব কার্ডিফের উদ্দেশে রওনা দেয়া প্রাইভেট জেটে সালার থাকার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের সিভিল এ্যাভিয়েশন কর্তৃপক্ষ। পাইলটসহ সালাকে নিয়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং দুর্ঘটনার পর বিমানটি পানিতে তলিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উদ্ধার অভিযানে নেমে পড়েছে। তাদের মুখোপাত্র জানিয়েছেন, ১৫ ঘণ্টা উদ্ধার অভিযানের পর ইংল্যান্ড ও ফ্রান্স দুই পক্ষ থেকে খুঁজে কিছু ভাসমান বস্তু পাওয়া গেছে। আমরা এটা এখনও নিশ্চিত হতে পারিনি যে এগুলো হারিয়ে যাওয়া বিমানের অংশ কিনা। বিমানটির কোন চিহ্নই খুঁজে পাইনি। যদি সেটি পানিতে অবতরণ করে, তাহলে এই পর্যায়ে কোন যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। বেলা পড়ে যাওয়ার কারণে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। সূর্যোদয়ের পর আবার এই অভিযান শুরু হবে। তখন পরবর্তী আপডেট জানানো হবে। দীর্ঘসময় চ্যানেল আইল্যান্ডের ১১,৫০০ স্কয়ার মাইল জুড়ে তল্লাশি চালালেও বিমানের কোন ধ্বংসাবশেষ বা মৃতদেহের খোঁজ পায়নি স্থানীয় পুলিশ। উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানানো সম্ভব হবে বলে মনে করছে পুলিশ। ২৮ বছর বয়সী সালার মৃত্যুর আশঙ্কায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার থেকে ক্লাবের অনুরাগীরা। দুর্ঘটনার আগমুহূর্তে বিষয়টি বুঝতে পেরে ওই সময়ের অনুভূতির কথা সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস এ্যাপের মাধ্যমে জানিয়েছেন সালা। তার কথাতে ফুটে উঠেছে ভয়াবহতা। সালা লিখেন, ‘হ্যালো! ছোট ভাইয়েরা, তোমরা কেমন আছ? আমি আর নেই। আমি একটি বিমানে আছি যেটি ভেঙ্গে পড়ছে বলে মনে হচ্ছে, আমি কার্ডিফ যাচ্ছি। আগামীকাল থেকে শুরু হবে, বিকেলেই দলের অনুশীলন। দেখা যাক কী হয়!
×