ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চোরাই মোবাইল ফোন বেচাকেনা চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৭:৩৬, ২৪ জানুয়ারি ২০১৯

চোরাই মোবাইল ফোন বেচাকেনা চক্রের দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ গুলিস্তান থেকে চোরাই মোবাইল ফোন বেচাকেনার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছে থেকে আইএমইআই নম্বর পরিবর্তিত বিপুল চোরাই মোবাইল ফোন ও আইএমইআই পরিবর্তন করার নানা সরঞ্জামাদি উদ্ধার হয়েছে। মঙ্গলবার র‌্যাব-৩’র একটি দল গুলিস্তান পাতাল মোবাইল মার্কেটে অভিযান চালিয়ে মোবাইল ফোন বেচাকেনা চক্রের সদস্য মোঃ শাকিল আহমেদ (২৫) ও শ্রী প্রবীর রায়কে (৩০) গ্রেফতার করে। তাদের কাছ থেকে আইএমইআই নম্বর পরিবর্তিত ৩৭টি মোবাইল ফোন ও আইএমইআই নম্বর পরিবর্তনের সরঞ্জামাদি উদ্ধার হয়েছে। র‌্যাব-৩’র অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান জানান, ছিনতাই ও চোরাইকৃত মোবাইল ফোনসমূহ অল্প দামে ক্রয় করে মোবাইলের কেচিং, স্ক্রিন ও আইএমইআই নম্বর পরিবর্তন করে বেশি দামে বিক্রি করত। এসব মোবাইল ফোন সাধারণত অপরাধ সংঘটিত করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। অনেক সন্ত্রাসী পরিকল্পিত হত্যাকাণ্ড সহ নানা অপরাধ সংঘটিত করতে এসব চোরাই মোবাইল ফোন কিনে থাকে। ফলে সহজেই প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হয় না।
×