ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বুলবুল রচিত- সুরারোপিত জনপ্রিয় কিছু গান

প্রকাশিত: ০৭:৫৩, ২৪ জানুয়ারি ২০১৯

বুলবুল রচিত- সুরারোপিত জনপ্রিয় কিছু গান

* সব কটা জানালা খুলে দাও না, * আমার সারাদেহ খেয়গো মাটি, * মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে, * সেই রেল লাইনের ধারে, * সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, * ও আমার আট কোটি ফুল দেখ গো মালি, * একতারা লাগে না আমার দোতারাও লাগে না, * মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, * আমার বুকের মধ্যেখানে, * আমার বাবার মুখে প্রথম যেদিন, * তোমায় দেখলে মনে হয়, হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয়, * আমি তোমারি প্রেমও ভিখারি, * ও আমার মন কান্দে, ও আমার প্রাণ কান্দে, * আইলো দারুণ ফাগুনরে, * আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকবো, * পৃথিবীর যত সুখ আমি তোমারই ছোঁয়াতে যেন পেয়েছি, * কত মানুষ ভবের বাজারে, তুই ছাড়া কে আছে আমার জগত সংসারে, * বাজারে যাচাই করে দেখিনি তো দাম, * আম্মাজান আম্মাজান, * আমার একদিকে পৃথিবী একদিকে ভালোবাসা, * স্বামী আর স্ত্রী বানাইছে যে জন মিস্ত্রি, * আমার জানের জান আমার আব্বাজান, * আমার গরুর গাড়িতে বৌ সাজিয়ে, * ঈশ্বর আল্লাহ বিধাতা জানে, * এই বুকে বইছে যমুনা, * অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, * সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, * প্রেম কখনো মধুর, কখনো সে বেদনাবিধুর, * আমার সুখেরও কলসি ভাইঙ্গা গেছে লাগবে না আর জোড়া, * পৃথিবীর জন্ম যেদিন থেকে, তোমার আমার প্রেম সেদিন থেকে। আনন্দকণ্ঠ ডেস্ক
×